পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা সংগঠন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) কর অব্যাহতির সুযোগ চেয়েছে। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠককালে সিজেডএম প্রতিনিধিরা এ সুযোগ চান। সংগঠনের নেতারা বলেছেন, এই সংগঠনটি মানুষের দেয়া জাকাতের টাকা বিভিন্ন খাতে ব্যবহার করে। তারা পাঁচ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এটি একটি জনকল্যাণমূলক সংগঠন। তাই এই সংগঠনের সব ধরনের আয়ে কর অব্যাহতি চাওয়া হয়েছে। একইসঙ্গে এই তহবিলে যারা দান করেন তাদের সেই অর্থের ক্ষেত্রেও যেন কর অব্যাহতি দেয়া হয় সেই আবেদন করা হয়েছে। সংগঠনটির দাবির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এটি প্রক্রিয়ার বিষয়। অফিসিয়াল ওয়ার্ক শেষ করে এটি জানানো হবে। বৈঠকে উপস্থিত ছিলেন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান নিয়াজ রহিমসহ সংগঠনের সদস্য সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুর উদ্দিন খান, সাবেক সচিব আব্দুল মুয়ীত চৌধুরী, সাবেক সচিব মাহবুব রহমান, সাবেক ছাত্রনেতা নুরুল ফজল বুলবুল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।