Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজ রোমিং প্যাকেজ আনল রবি

প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ অন্যতম যাতে অংশ নেন বিশ্বের লাখ লাখ মুসল্লি। হজের সময় হাজীদের দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করতে হয় বলে আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ রাখাটা জরুরী হয়ে পড়ে।
সে বিষয়টি বিবেচনায় রেখে বাংলাদেশি হজযাত্রীদের জন্য চার ধরনের সাশ্রয়ী হজ রোমিং অফার চালু করেছে রবি। আজকের যুগে সবচেয়ে কার্যকরী যোগাযোগ মাধ্যম ইন্টারনেট। তাই এক্ষেত্রে মাসিক, সাপ্তাহিক ও দৈনিক-ভিত্তিতে আনলিমিটেড ডাটা রোমিং অফার এনেছে অপারেটরটি। সউদী আরবে হাজীদের প্রয়োজনীয়তার বিষয়টি মাথায় রেখে রবি ৪ হাজার টাকার মাসিক প্যাকেজে স্পেশাল কল ও এসএমএস রেটসহ আনলিমিটেড ডাটা প্রদান করছে। প্যাকেজটি গ্রহণ করার জন্য গ্রাহকদের *১৪০*১০*৪# নাম্বারে ডায়াল করতে হবে।
গ্রাহকরা সাপ্তাহিক ১ হাজার ৯৯৯ টাকায় কল ও এসএমএস বান্ডেলসহ আনলিমিটেড ডাটা রোমিং অফার গ্রহণ করতে পারবেন। অফারটির আওতায় গ্রাহকরা আনলিমিটেড ডাটা, ১৫০ মিনিট লোকাল কল, ৩০ মিনিট বাংলাদেশ থেকে ইনকামিং ও আউটগোয়িং কল এবং ৩০ টি এসএমএস উপভোগ করতে পারবেন। অফারটি গ্রহণ করতে গ্রাহকদের *১৪০*১০*৭# নাম্বারে ডায়াল করতে হবে।
দৈনিক ৯৯৯ টাকায় রয়েছে কল ও এসএমএস বান্ডেলসহ আনলিমিটেড ডাটা অফার। এ অফারের আওতায় গ্রাহকরা আনলিমিটেড ডাটা, ৬০ মিনিটি লোকাল কল, ১০ মিনিট বাংলাদেশ থেকে ইনকামিং ও আউটগোয়িং কল এবং ১০টি এসএমএস গ্রহণ করতে পারবেন। অফারটি পেতে রবি গ্রাহকদের *১৪০*১০*৬# নাম্বারে ডায়াল করতে হবে।
অন্যদিকে গ্রাহকরা ৮০০ টাকায় আনলিমিটেড ডাটা প্যাকের সাথে ‘নো ইউজ নো পে’ অফারটি গ্রহণ করতে পারবেন কোন নির্দিষ্ট একটি দিনের জন্য। এক্ষেত্রে দৈনিক কলরেটটি প্রযোজ্য হবে। প্যাকেজটির জন্য ডায়াল করতে হবে *১৪০*১০*৩# নাম্বারে। রবির গ্রাহকরা সউদী আরবে অবস্থানকালে উপরের রোমিং অফারগুলোর মধ্যে যে কোনোটি বেছে নিতে পারবেন। সউদী আরবের যেকোনো নাম্বারে আউটগোয়িং কল ১৫ টাকা, বাংলাদেশে কল প্রতি মিনিট ১৫ টাকা, বাংলাদেশ থেকে কল রিসিভ করতে ১৬ টাকা মিনিট, প্রতিটি এসএমএস ১৫ টাকা এবং এসএমএস গ্রহণের ক্ষেত্রে কোন চার্জ প্রযোজ্য হবে না। শুধু পোস্টপেইড গ্রাহকদের জন্য ডাটা রোমিং অফারগুলো প্রযোজ্য হবে। হজ অফার এবং সেগুলোর অ্যাক্টিভেশন প্রক্রিয়ার বিস্তারিত জানতে গ্রাহকরা যঃঃঢ়://িি.িৎড়নর.পড়স.নফ/রহঃবৎহধঃরড়হধষ-ৎড়ধসরহম-রহঃবৎহধঃরড়হধষ-পধষষ-পযধৎমবং/যধলল-ৎড়ধসরহম?ষধহম=বহম সাইটটি ভিজিট করতে পারবেন। -প্রেস বিজ্ঞপ্তি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ রোমিং প্যাকেজ আনল রবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ