পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ) এর সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস অসুস্থ। রাজধানীর জামিয়া আরাবিয়া রামপুরা নতুনবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ওয়ালী উল্লাহ আরমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত সোমবার তার শরীরে হালকা জ্বরের প্রাদুর্ভাব দেখা দেয়। এর আগের দিন তিনি ঢাকা থেকে ফ্লাইটযোগে যশোর মনিরামপুর নিজ বাড়িতে যান। এরপরই তাঁর বুকে হালকা ব্যাথা অনুভব করেন। বর্তমানে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।
তিনি আরও জানান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহ সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস আগে থেকেই ব্রেন স্ট্রোক ও বাইপাস সার্জারির রোগী। উচ্চমাত্রার ডায়াবেটিসসহ আরো নানা অসুখও রয়েছে তাঁর। তিনি তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।