Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন নারী সেনা অফিসার পরিচয়ে বিদেশী নাগরিকদের প্রতারণা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২০, ৪:৩০ পিএম

মার্কিন নারী সেনা অফিসার পরিচয়ে কয়েকজন নাইজেরিয়ার নাগরিক প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। তবে রাজধানীর পল্লবীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চক্রের ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এডিশনাল ডিআইজি শেখ রেজাউল হায়দার।

গ্রেফতারকৃতরা হলেন- এনজুবেচুকোউ এউগেন দারা (৩০), চুয়াউমা জন ওকেচুকোউ (৪০), উচেন্না দামিয়ান এমেইসিয়ানি (৩০), চিসম অ্যান্থনি একোয়েঞ্জি (৩৫), সাইমন ইফেচুকোউয়েদে ওকাফর (৩০), হেনরি ওসিতা ওকেচুকোউ (৩১), আইফিনয়ি জনপল চিনউইজে (৩২), ওকেকে পিটার (৩২), এমেকা দোনাতাস (৪৮), গোজি ওনইয়েদো (৪৭), পিটার চিকা আকপু (৪৮), ওবিন্না সানডে (৪০), এনওয়ান্না ইয়াং (৩৪), জেরেমিয়াহ চুকউদি এজেওবি (৩৪) ও স্টিফেন ওজিওমা ওবাইকোয়েজে (৩৪)।

গ্রেফতারকালে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি ল্যাপটপ, ২২টি মোবাইল ও ৫টি হিসাবের ডায়েরি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে।

গ্রেফতারের পর শুক্রবার দুপুরে তাদেরকে মালিবাগের সিআইডি কার্যালয়ে আনা হলে হই হুল্লোড় শুরু করে। তারা নানাভাবে নিজেদের নির্দোষ দাবি করার চেষ্টা করলেও সিআইডি বলছে, দীর্ঘদিন ধরে তারা মিথ্যা তথ্যে ও অসদুপায়ে ভিসা ছাড়া বাংলাদেশে অবস্থান করে ডলার বা গিফট দেয়ার নামে প্রতারণা করে আসছিল। গিফট দেয়ার নামে এ পর্যন্ত তারা বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছে।

সংবাদ সম্মেলনে এডিশনাল ডিআইজি শেখ রেজাউল হায়দার বলেন, আমেরিকান নারী সেনা অফিসারের ভুয়া ফেসবুক আইডি ও হোয়াট্স অ্যাপ ব্যবহার করে গ্রেফতাররা বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানুষের সঙ্গে তাদের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইলে এসএমএসের মাধ্যমে ব্যক্তিগত আকর্ষণীয় ছবি পাঠিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে। পরবর্তীতে মেসেজের মাধ্যমে বলে, সে ইয়েমেন, আফগানিস্তান বা সিরিয়াতে আছে। তার কাছে কয়েক মিলিয়ন ডলার রয়েছে, কিন্তু ওই দেশে যুদ্ধ চলমান থাকায় যেকোনো সময় সেগুলো নষ্ট হতে পারে। তাই নতুন বন্ধুকে ডলার বা এই মূল্যমান সম্পদ গিফট করতে চায়। যদি বেঁচে থাকে তাহলে এগুলো পরে ফেরত নেবে বলেও জানায়।

তিনি আরো বলেন, এই ধরনের প্রলোভন দিয়ে প্রথমে বন্ধুদের ঠিকানাসহ মোবাইল নম্বর নেয় এবং ওই ঠিকানায় বন্ধুদের মেসেঞ্জারে/হোয়াট্স অ্যাপে গিফট প্যাকেটের ছবি পাঠায়। পরবর্তী মেসেজে যেকোনো একটি এয়ারলাইনসে গিফট প্যাকেটটি বুকিং দেয়া হয়েছে এরকম রশিদের ছবি পাঠায়। ঠিক দুই দিন পর বন্ধুর (ভুক্তভোগীর) মোবাইলে ফোন করে ভিডিওকলে এয়ারপোর্ট কাস্টমস অফিসে থাকা গিফট প্যাকেট দেখায় এবং কাস্টমসের ভ্যাট বাবদ বিভিন্ন ধাপে টাকা নিতে থাকে। এভাবে এক সরকারি চাকরিজীবীসহ অসংখ্য লোকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। ওই সরকারি চাকরিজীবীর কাছ থেকেই হাতিয়ে নিয়েছে সোয়া ৫ লাখ টাকা।

সিআইডি ওই কর্মকর্তা জানান, ওই ভুক্তভোগী পরবর্তীতে এ বিষয়ে জানতে পেরে আর টাকা না পাঠিয়ে সিআইডিকে জানান। পরবর্তীতে আবার টাকা চেয়ে ফোন করলে সিআইডির একটি দল হাতেনাতে কাস্টমস কর্মকর্তা পরিচয় দানকারী মোবাইল, ল্যাপটপসহ বিপুল পরিমাণ আলামত জব্দ করে তাদেরকে গ্রেফতার করে।

তিনি বলেন, এ পর্যন্ত আমারা যে তথ্য পেয়েছি এতে দেখা যায়, তারা ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, ফিলিপাইন, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের মানুষকে বোকা বানিয়ে গিফট দেয়ার নামে প্রতারণামূলকভাবে নিজ নিজ দেশের সহযোগী ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। তারা একটি আন্তর্জাতিক প্রতারক চক্র। তাদের সহযোগীরা উল্লেখিত প্রত্যেকটি দেশে অবস্থান করছে।

এর আগে সিআইডি প্রায় একই কায়দায় প্রতারণা করায় গত ২ জুলাই, ৩ জন ও ২১ জুলাই ১৩ জনকে গ্রেফতার করে। তাদের সাথে গতকাল গ্রেফতার ১৫ জন প্রত্যেকটা ঘটনায় প্রতারণার টাকা গ্রহণে ব্যবহৃত একটা বা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম মিলে যাচ্ছে। তাদের বিশদ জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে ঢাকা মহানগর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান রেজাউল হায়দার।



 

Show all comments
  • Jack Ali ২৮ আগস্ট, ২০২০, ৪:৫৫ পিএম says : 0
    Greed destroy every things...
    Total Reply(0) Reply
  • শামীম হায়দার ২৮ আগস্ট, ২০২০, ৫:০১ পিএম says : 1
    এই চক্র আমাকেও প্রলোভন দেখিয়ে ছিল অনেকগুলো মেইল করেছিল আমার অনুমতি ছাড়াই গিফট বাংলাদেশে পাঠিয়ে শুল্ক বাবদ এক লক্ষ দশ হাজার টাকা বিকাশ করতে বলেছিল আমি বলেছি আমার এই গিফটের দরকার নেই পরে আমার সঙ্গে আর যোগাযোগ করেননি।
    Total Reply(0) Reply
  • শামীম হায়দার ২৮ আগস্ট, ২০২০, ৫:০৩ পিএম says : 1
    এই চক্র আমাকেও প্রলোভন দেখিয়ে ছিল অনেকগুলো মেইল করেছিল আমার অনুমতি ছাড়াই গিফট বাংলাদেশে পাঠিয়ে শুল্ক বাবদ এক লক্ষ দশ হাজার টাকা বিকাশ করতে বলেছিল আমি বলেছি আমার এই গিফটের দরকার নেই পরে আমার সঙ্গে আর যোগাযোগ করেননি।
    Total Reply(0) Reply
  • Tutul ২৮ আগস্ট, ২০২০, ৮:১৮ পিএম says : 0
    আমার পরিচিত একটা মেয়ের কাছ থেকে 40 হাজার টাকা নিয়েছে, দেশের মেয়েদের ঘটনা বেশী প্রকাশ পায় না, নাহলে আরো অনেক অনেক বেশী প্রতারণার তথ্য জানা যেতো
    Total Reply(0) Reply
  • Md.Tajul Islam Sumon ২৯ আগস্ট, ২০২০, ১:৪৭ এএম says : 0
    Stella peace নামে মার্কিন সেনা অফিসারের পরিচয় দিয়ে আমাকে ও মেইল করেছিল ডলারের বক্স দেখিয়ে আরো অনেক মিথ্যা প্রলোভন দেখিয়ে ফাদে ফেলতে চেয়েছিল,,,আর আমি ভালকরেই জানতাম এগুলো বাটপার চক্রের কার্যকালাপ।
    Total Reply(0) Reply
  • Md.Tajul Islam Sumon ২৯ আগস্ট, ২০২০, ১:৪৭ এএম says : 0
    Stella peace নামে মার্কিন সেনা অফিসারের পরিচয় দিয়ে আমাকে ও মেইল করেছিল ডলারের বক্স দেখিয়ে আরো অনেক মিথ্যা প্রলোভন দেখিয়ে ফাদে ফেলতে চেয়েছিল,,,আর আমি ভালকরেই জানতাম এগুলো বাটপার চক্রের কার্যকালাপ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতারণা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ