Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপালী ব্যাংকের খাগড়াছড়ি শাখা উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

পার্বত্য জেলা খাগড়াছড়ি সদরে সম্পূর্ন অনলাইন সুবিধা নিয়ে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৭৫তম খাগড়াছড়ি শাখা ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছে। গতকাল রূপালী ব্যাংকের চেয়ারম্যান সংসদ সদস্য মনজুর হোসেন এবং ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন শাখার উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওবায়েদ উল্লাহ আল মাসুদ খাগড়াছড়িতে আদা, হলুদ, রসুন, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যে ঋণ বিতরণে বিশেষ গুরুত্বারোপ করেন। ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন ও উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমানও ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জিএম অশোক কুমার সিংহ রায়, মো. শফিকুল ইসলাম, গোলাম মর্তুজা, আবুল খায়ের, কাজী মো. ওয়াহিদুল ইসলাম, সিএফও শওকত জাহান খান, এফসিএমএ এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ