Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজী জাফর ছিলেন ক্ষণজন্মা পুরুষ

৫ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভায়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ভাসানী অনুসারী পরিষদ দেশব্যাপি আলোচনা সভা ও দোয়া মাহফিল কর্মসূচি পালন করেছে। তারই অংশ হিসেবে টাঙ্গাইল জেলা কমিটি টাঙ্গাইলস্থ প্যারাডাইস পাড়া হলে আলোচনা সভা, খতমে কোরান, দোয়া, মিলাদ ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করে। কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সুলতান আলম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম আহসান হাবিব লিংকন, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাওলানা রুহুল আমিন, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য মোঃ আখতার হোসেন, জাতীয় পার্র্টির যুগ্ম মহাসচিব এ এস এম শামীম, প্রগশ এর সভাপতি মেহেদী হাসান তালুকদার তপন। সভায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী মোঃ রফিকুল ইসলাম। কাজী জাফরের কর্মময় জীবনের চিত্র তুতলে দরে বক্তারা বলেন, তিনি ছিলেন ক্ষনজন্মা পুরুষ। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তার সুযোগ্য নেতৃত্ব পেয়েছি। দেশ এক চরমক্রান্তিকাল অতিক্রম করছে। বর্তমান সরকারের স্বৈরাচারী কার্যকলাপ দেশ এবং দেশের মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। শাসকগোষ্ঠি দেশে পুনরায় বাকশালী শাসন প্রতিষ্ঠার জন্য সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত। এমনি অবস্থায় দেশকে বাঁচানোর জন্য জাতীয় ঐক্যের বড় প্রয়োজন। এই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য যিনি অগ্রণী ভূমিকা পালন করতে পারতেন তিনি হলেন কাজি জাফর আহমদ। দেশের ক্রান্তিকালে আমরা তার অভাব খুব বেশী অনুভব করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্ষণজন্মা-পুরুষ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ