Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি মানুষের ভাগ্য নিয়ে রাজনীতি করছে-ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

মানিকগঞ্জ জেলা ও আরিচা সংবাদদাতা : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের বন্যাদুর্গত অবস্থায়ও বিএনপি মানুষের ভাগ্য নিয়ে রাজনীতি করছে। ‘আমরা এখানে ত্রাণ দিতে এসেছি, রাজনীতি করতে আসিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আপনাদের পাশে দাঁড়াতে এসেছি।’
শনিবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথাগুলো বলেন। এ সময় মন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, স্থানীয় মানিকগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক দেওয়ান সফিউল আরেফিল টুটুল, মানিকগঞ্জের জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, সওজ-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী মহিবুল হক, জজ কোর্টের পিপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম উপস্থিত ছিলেন।
সেতুমন্ত্রী আরো বলেন, ‘আমি বিএনপিকে বলবÑ বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ান। অযথা বন্যাদুর্গতদের ত্রাণ নিয়ে, মানুষের কষ্ট নিয়ে ও সাময়িক দুর্ভোগ নিয়ে কোনো রাজনীতি করবেন না। তিনি বিএনপিকে উদ্দেশে করে বলেন, ‘কোনো বন্যাকবলিত এলাকায় আপনাদের কোনো টিম, কোনো নেতা আজ পর্যন্ত দেখলাম না।’
মন্ত্রী আরো বলেন, ‘এটা আগস্ট মাস, শোকের মাস। আমাদের নেত্রীর নির্দেশ হলো বন্যাদুর্গত ও নদীভাঙনে যে মানুষ বিপদে আছে, তাদের পাশে দাঁড়ালে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।’
পরে মন্ত্রী স্থানীয় পাঁচশ’ বন্যাকবলিত দুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি মানুষের ভাগ্য নিয়ে রাজনীতি করছে-ওবায়দুল কাদের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ