পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : রাজধানীর ভাড়াটিয়াদের নাম ও নম্বর সম্বলিত ভাড়াটিয়া পরিচয়পত্র দেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ইতিমধ্যে ঢাকায় বসবাসরত ২০ লাখ ভাড়াটিয়া তথ্যফর্ম সংগ্রহ হয়েছে। এসব ফর্ম পর্যালোচনা শেষে ভাড়াটিয়াদের ডিএমপি’র পক্ষ থেকে ভাড়াটিয়া আইডি দেয়া হবে। গতকাল শনিবার সকালে ডিএমপি সদর দপ্তরে ডিএমপি’র নতুন ওয়েবসাইট উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এ তথ্য জানান।
আছাদুজ্জামান মিয়া বলেন, একজন ভাড়াটিয়া যখন এক এলাকা থেকে অন্য এলাকায় বাসা পরিবর্তন করে যাবে, তখন সংশ্লিষ্ট থানার পুলিশ বিষয়টি ওই থানার পুলিশকে জানিয়ে দেবে। ডিএমপি কমিশনার বলেন, রাজধানীবাসীর নিরাপত্তায় জঙ্গী ও সন্ত্রাস দমনে এলাকায় এলাকায় ব্লক রেইড চলছে। সঠিক পরিচয়পত্র দেখাতে পারলে ওই ব্যক্তিকে যেনো হয়রানি না করা হয় সে ব্যাপারে সব পুলিশ সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে। রেইডে নিরীহ কাউকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কেউ হয়রানি হলে সরাসরি আমাদের ডিএমপি ওয়েবসাইটে দেয়া নম্বরে ফোন করতে পারবেন, আমরা ব্যবস্থা নেবো। বাড়ি মালিকদের উদ্দেশে আছাদুজ্জামান বলেন, ব্যাচেলরদের বাড়িভাড়া দিতে কোনো নিষেধাজ্ঞা নেই। আপনারা তাদের আইডি কার্ড দেখে ভাড়াটিয়া তথ্যফর্ম সঠিকভাবে পূরণ করিয়ে বাসাভাড়া দিতে পারেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।