Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২০, ৪:১৮ পিএম

দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যায় অসংখ্য মানুষ মানবেতর জীবনযাপন করছে। এ লক্ষ্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বন্যার্ত অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব। তারই অংশ হিসেবে আজ বুধবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম এর নেতৃত্বে লালমনিরহাট জেলার সদর উপজেলার ধরলা নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা মোঘলহাট চর ফোলিমারি, চর কুলাঘাট, চর বুদারু, ছোট বাসুরিয়াসহ কয়েকটি স্পটে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ কালে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

ত্রাণ বিতরণ টীমে আরও অংশগ্রহণ করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী জেনারেল একেএম আব্দুজ্জাহের আরেফি, কেন্দ্রীয় সদস্য মুনতাছির আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা সেক্রেটারি সফিউল্লাহ মাহমুদী, ইশা ছাত্র আন্দোলনের লালমনিরহাট জেলা সভাপতি মুহাম্মাদ তুহিন বাবু, সাধারণ সম্পাদক মামুন ইসলাম, অর্থ সম্পাদক মুহিব্বুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ