পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামিদের দ্বিতীয় দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। মামলার তদন্তকারী সংস্থা র্যাব প্রথম দফায় আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় দ্বিতীয় দফা রিমান্ডে আসামিদের দেয়া তথ্য খতিয়ে দেখছেন বলে জানা গেছে। এদিকে রিমান্ডে ওসি প্রদীপ মেজর (অব.) সিনহা হত্যার দায় লিয়াকত ও নন্দ দুলালের ওপর চাপিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন বলে জানা গেছে। আর লিয়াকতও জিজ্ঞাসাবাদে এলোমেলো বক্তব্য দিচ্ছেন।
অন্যদিকে সিনহা হত্যার ঘটনায় গ্রেফতার ১৩ আসামির পর্যায়ক্রমে আলাদা করে সাত দিনের রিমান্ড শেষ হয়েছে। র্যাব দ্বিতীয় দফায় সব আসামির আরো ১০ দিন করে রিমান্ডের আবেদন জানালে আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করে। এই ধারাবাহিকতায় গতকাল পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে আরো চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বেলা সোয়া ১২টায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ এ আদেশ দেন। এর আগে গত ২০ আগস্ট এ মামলার আসামিদের প্রথম দফায় ৭ দিনের রিমান্ড শেষ হয়।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে র্যাবের একটি দল টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে গত ৯ আগস্ট পুলিশের দায়ের করা মামলার এ তিন সাক্ষীকে গ্রেফতার করে। তারা হলেন- টেকনাফের বাহারছড়ার মারশবুনিয়া এলাকার নাজিম উদ্দিন নাজুর পুত্র নুরুল আমিন, নজির আহমদের পুত্র নিজাম উদ্দিন ও জালাল আহমদের পুত্র মোহাম্মদ আয়াছ।
র্যাবের তদন্ত কর্মকর্তার ১০ দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। এ ৩ আসামিকে গত ১৪ আগস্ট র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে গত ২০ আগস্ট আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর গতকাল মামলার তদন্ত কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে তাদের আরো ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ওসি প্রদীপসহ অন্যান্য আসামিদের জিজ্ঞাসাবাদ করেছেন এমন একজন কর্মকর্তা বলেন, সেদিন চেকপোস্টে গুলি করার মতো পরিস্থিতি তৈরি হলো কেন? এর জবাবে লিয়াকত দাবি করেছেন, তিন সোর্স তাকে জানিয়েছিল, যারা গাড়িতে আসছেন তারা ডাকাত। এটা বিশ্বাসও করেছিলেন তিনি। ঘটনার সময় নিজেকে নাকি অনিরাপদ! মনে করেন লিয়াকত। এ কারণে আগেই গুলি ছোড়েন। পরে বুঝতে পারেন সোর্স তাকে মিসগাইড করেছে। জিজ্ঞাসাবাদে তিনি তিন সোর্স নুরুল আমিন, মো. নাজিমুদ্দিন ও মোহাম্মদ আয়াছের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন।
তিনি আরো বলেন, লিয়াকত দাবি করেছে, তিন সোর্সের কাছ থেকে তথ্য পাওয়ার পর এসআই নন্দ দুলালকে নিয়ে দ্রুত এপিবিএনের চেকপোস্টে চলে আসেন। নন্দ দুলালের মোটরসাইকেলে সিভিল ড্রেসে তারা এসেছিলেন। এপিবিএনের সদস্যরা পরিচয় পেয়ে সিনহার গাড়ি ছেড়ে দিলেও চেকপোস্টের শেষ মাথায় ড্রাম ফেলে তা আটকে দেন লিয়াকত। এরপর ঘটে সেই নির্মম ঘটনা। গুলি করার ব্যাখ্যায় কিছুটা এলোমেলো তথ্য দিচ্ছেন লিয়াকত। কখনও কখনও বলছেন, তার মনে হয়েছে অপরপাশ থেকে এক রাউন্ড গুলি ছোড়া হয়েছে। আবার বলছেন, মনে হয়েছে যে কোনো সময় তাদের ওপর গুলি করা হতে পারে। এটাও বলেছেন, ডাকাতের কাছে অস্ত্র থাকতে পারে- এমন আশঙ্কা ছিল তার। বলছেন, অস্ত্র তার দিকে তাক করা হয়েছিল। পুরো ঘটনাটি নিয়ে তার বোঝার ভুল ছিল বলে দাবি করেন লিয়াকত। এমনও বলছেন, এজাহারে যে বক্তব্য রয়েছে, সেটাই তার কথা। এদিকে মামলার এজাহারে পুলিশ দাবি করেছিল, মেজর পরিচয় দেয়া ব্যক্তি গুলি করতে উদ্যত হলে ৪ রাউন্ড গুলি করেন লিয়াকত।
সূত্র জানায়, ঘটনার দিন রাত ৯টা ২৯ মিনিটের দিকে গুলির ঘটনা ঘটেছে। এরপর লিয়াকত ফোন করেন ওসি প্রদীপ কুমার দাশকে। ১০টা ৫ মিনিটের দিকে প্রদীপ ঘটনাস্থলে আসেন। প্রদীপ এসে এখানে সেখানে ফোন করেন। ঘটনাস্থল থেকে থানার যে দূরত্ব তাতে ওই সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ওসি প্রদীপ আগে থেকেই কাছে কোথাও ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ওসি প্রদীপের স্ত্রী চুমকি আত্মগোপনে : পুলিশের গুলিতে নিহত সিনহা হত্যার ঘটনায় বরখাস্ত টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি করণ বাসা ছেড়ে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হওয়ার পর থেকে তিনি কোতয়ালী থানার পাথরঘাটা লক্ষীকুঞ্জ বাসা থেকে আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে।
তবে গোয়েন্দা সূত্র মতে, তিনি চট্টগ্রাম মাদারবাড়িস্থ নালাপাড়ায় প্রদীপ কুমার দাশের বড় বোনের বাসায় রয়েছেন। এদিকে গত রোববার ঘুষ-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি করণের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহিভর্‚ত আয়ের অভিযোগে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করেন সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।