Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোর স্টেশনে দাঁড়াবে কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

আগামী ১ সেপ্টেম্বর থেকে নাটোর স্টেশনে দাঁড়াবে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস। ঢাকা-পঞ্চগড় ও ঢাকা-কুড়িগ্রাম রেলপথে চলাচলকারি এ দুটি আন্তঃনগর ট্রেনের এতদিন নাটোরে স্টপেজ ছিল না। নাটোর রেলস্টেশনে কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের স্টপেজের অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মাধনগর স্টেশনে যাত্রাবিরতি করত কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি।
গতকাল রোববার রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট (পশ্চিম) আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাটোর স্টেশনে ৭৯৪/৭৯৩ পঞ্চগড় এক্সপ্রেস ও ৭৯৮/৭৯৭ কুড়িগ্রাম এক্সপ্রেস এবং জয়পুরহাট স্টেশনে ৭৯৩/৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের অফিশিয়াল স্টপেজ দেয়া হয়েছে। যা আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
নাটোর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, নাটোর স্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের স্টপেজ সম্পর্কে এখনো অফিশিয়ালি জানানো হয়নি। তবে এ সংক্রান্ত চিঠিটি দেখেছেন। এদিকে রেলপ্রশাসনের এই সিদ্ধান্তে নাটোরের যাত্রীরা খুশি। তারা আসন সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পঞ্চগড়-এক্সপ্রেস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ