Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকা ভবন পাচ্ছে ১৮০০ মাদরাসা

বোর্ডের সব কার্যক্রম হবে অনলাইনে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২০, ১১:৫৯ পিএম

মাদরাসা শিক্ষার উন্নয়নের জন্য সারাদেশে ১৮০০ মাদরাসায় পাকা ভবন নির্মাণ করা হবে। এই ভবন নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে। এই প্রকল্পের আওতায় পাকা ভবন পাবে জেলা-উপজেলার মাদরাসাগুলো। এই বিষয়ে কাজ করছে অধিদপ্তর। অবস্থা বুঝে একতলা, দুইতলা ও চারতলা ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মাদরাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ। তিনি বলেন, আমরা এরই মধ্যে অভ্যন্তরীণ কিছু কাঠামোগত পরিবর্তন আনছি। আমাদের অফিসাররা সর্বদা মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছেন।
চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ বলেন, মাদরাসা শিক্ষা পরিচালনার জন্য গঠিত বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে দেশের নানান প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য লোক ছুটে আসেন। অনেকেই পড়েন দালালদের খপ্পরে। হন প্রতারিত। বিষয়টি বিবেচনায় নিয়ে মাদরাসা বোর্ডকে আধুনিকায়নের জন্য কার্যক্রম অনলাইনের মাধ্যমে সমাধানের বিষয়ে ভাবছে বোর্ড।
প্রফেসর কায়সার আহমেদ বলেন, আমরা এরই মধ্যে অভ্যন্তরীণ কিছু কাঠামোগত পরিবর্তন এনেছি। আমাদের অফিসাররা সর্বদা মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছেন। অনেক অঞ্চল থেকে অনেক ধরনের লোক আসায় প্রতারকরা সুযোগ পেয়ে যায়। কিন্তু তারা বোঝেন না যে, এরা প্রতারণা করছে। এই কাজ এমনিতেই কিছুদিনে হয়ে যেত। অনেকে আবার আসেন কারো মাধ্যমে, আর যার মাধ্যমে আসেন তিনি হয়তো আগেই বলে দেন- অমুকের কাছে যান। এর ফলে তিনি আমাদের বোর্ডে আসার আগেই প্রতারণার শিকার হয়ে বসেন।
তিনি বলেন, আমরা আমাদের যাবতীয় কার্যক্রম অনলাইনে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি। এরই মধ্যে আমরা বেশ কিছু পরিকল্পনাও নিয়েছি। আমরা সোনালী ব্যাংকের সঙ্গে একটি চুক্তি করব যার ফলে যাদের দরকার তারা দেশের যে কোনো প্রান্তে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় টাকা জমা দিতে পারবেন। ঢাকাতে এসে নির্দিষ্ট কোনো শাখায় জমা দিতে হবে না। টাকা জমার পর রশিদের নম্বর অনলাইন আবেদনে যুক্ত করে দিলেই হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদরানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ