পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্লগার নাজিম উদ্দিন সামাদ হত্যা মামলায় আনসার আল ইসলামের নয় সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। অভিযুক্তদের মধ্যে এ পর্যন্ত চার আনসার আল ইসলাম সদস্যকে গ্রেফতার করা হলেও বরখাস্ত মেজর জিয়াসহ পাঁচজন আসামি এখনো পলাতক রয়েছেন।
গতকাল সিটিটিসির ডিসি সাইফুল ইসলাম জানান, ২০১৬ সালের ৬ এপ্রিল হামলাকারীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী নাজিমকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। গত মঙ্গলবার নাজিম উদ্দিন হত্যার পরিকল্পনাকারী ও নির্দেশদাতা আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর (বহিষ্কৃত) জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তাদের মধ্যে রশিদুন নবী ভূঁইয়া, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান ও শেখ আবদুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মেজর জিয়া, ওয়ালিউল্লাহ, সাব্বিরুল হক ওরফে কোনিক, মাওলানা জুনায়েদ আহমেদ, এবং আকরাম হোসেন পলাতক রয়েছেন।
সিটিটিসি সূত্র জানায়, ব্লগে লেখালেখি করার কারণে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা নাজিম উদ্দিনকে হত্যার পরিকল্পনা করেছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।