Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে সুস্থ আরো ৯৭ আক্রান্ত ৮৯ জন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২০, ৯:২৩ পিএম | আপডেট : ৯:২৪ পিএম, ২১ আগস্ট, ২০২০

চট্টগ্রামে আরো ৮৯ জনের করোনা সংক্রমণ পাওয়া গেছে। সাতটি ল্যাবে ৮১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণের হার ১০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো দুই জন। সুস্থ হয়েছেন ৯৭ জন। গতকাল শুক্রবার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, এ পর্যন্ত চট্টগ্রামে ৭১ হাজার ৮১৩ জনের নমুনা পরীক্ষা করে ১৬ হাজার ৩০৫ জনের সংক্রমণ পাওয়া গেছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ২৪৬ জন। মারা গেছেন ২৫৭ জন। সুস্থতার হার ৬৯ এবং মৃত্যুর হার ১.৬০ শতাংশ। হাসপাতালে ভর্তি আছেন ১৯৬ জন। বাসায় আইসোলেশনে আরো ৭৯৯ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুস্থ-৯৭
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ