Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলামত নষ্ট করতে হামলার পরপরই ওই জায়গা ধুয়ে ফেলা হয়: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২০, ১:১১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একুশে আগস্ট গ্রেনেড হামলায় যে অবস্থা থেকে বেঁচে এসেছি তা খুবই কষ্টকর। এমনি সময় এই ধরনের হামলা হলে সবাই ছুটে আসতো সেবা দিতে। আমরা কোনো সেবা পাইনি। বঙ্গবন্ধু মেডিকেলও তখন বন্ধ, কেউ সেবা নিতে পারে না। এই হত্যা ক্যু ষড়যন্ত্রের রাজনীতি পুরানো। ১৯৭৫ সালের ১৫ আগস্টের মধ্য দিয়ে দেশে হত্যা ক্যু ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়।

গ্রেনেড হামলার ঘটনার ১৬তম বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকালে আয়োজিত এক আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমার উপর ছোঁড়া গ্রেনেডের দুটি অবিস্ফোরিত ছিলো। পরে সেগুলো আলামত হিসেবেও সংগ্রহ করা হয়নি। এমনকি হামলার পরপরই ওই জায়গা পানি দিয়ে ধুয়ে ফেলা হয় আলামত নষ্ট করতে। কর্মীরা মানবঢাল বানিয়ে আমাকে না বাঁচালে আমি বাঁচতাম না। ২১ আগস্টের সঙ্গে যদি বিএনপি জড়িত নাই থাকবে তাহলে তারা হামলার আলামত কেন নষ্ট করলো। দুর্নীতির যে বিষবৃক্ষ বিএনপি রোপন করে গেছে তার ফল দেশ আজও ভোগ করছে।

তিনি বলেন, করোনাভাইরাসে বহু নেতাকর্মী আমার ডাকে সাড়া দিয়ে মাঠে নেমেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি তারাও অনেক দায়িত্ব পালন করেছে। বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল এভাবে মানুষের পাশে দাঁড়ায়নি। এখনও আমি সবাইকে অনুরোধ করবো স্বাস্থ্যবিধি মেনে চলতে। যারা সেবা দিচ্ছেন তারাও সচেতন থাকবেন।



 

Show all comments
  • Md alamin ২১ আগস্ট, ২০২০, ১:৪৬ পিএম says : 1
    ইসলামি আন্দোলন বাংলাদেশের ১০০ ভাগের এক ভাগ-ও জনগনের সেবা করেনি ক্ষমতাসীন সরকার। মাঠে ময়দানে কারা কাজ করতেছে সেটা সাবাই দেখে। মিথ্যা কথার একটা সীমা থাকা দরকার ।
    Total Reply(0) Reply
  • ilooks ২১ আগস্ট, ২০২০, ২:৫১ পিএম says : 0
    ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী সুন্দর সত্য কথা বলার জন্য,
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ২২ আগস্ট, ২০২০, ৯:৫৭ পিএম says : 0
    প্রধানমন্ত্রী দুঃখ সহকারে এখানে যা বলেছেন এটা শুনেও গা হিম হয়ে আসে (ভয়ে)। এই অবস্থার সৃষ্টিকারী হচ্ছে যুগ্মভাবে জামাত-বিএনপি দল। গ্রাম্য প্রবাদে বলে আল্লাহ্‌ দেরী হলেও বিচার করেন নিরাশ করেন না। তারই জন্যে বিএনপির করা এই ঘটনার পর থেকেই বিএনপি ক্ষমতা চুত্য হয়ে এখন বিলিনের পথে। কাজেই এখান থেকে শিক্ষা নিতে হবে পৃথিবীতে আমরা যাহাই করিনা কেন তার সাজা আমরা পৃথিবীতেই পাব যদি আল্লাহ্‌ আমাদের প্রতি সদয় হন। নয়ত আমাদের অপকর্মের ফলে আমরা পরকালে অবশ্যই ভোগ করবো। আমিন
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ২২ আগস্ট, ২০২০, ৯:৫৭ পিএম says : 0
    প্রধানমন্ত্রী দুঃখ সহকারে এখানে যা বলেছেন এটা শুনেও গা হিম হয়ে আসে (ভয়ে)। এই অবস্থার সৃষ্টিকারী হচ্ছে যুগ্মভাবে জামাত-বিএনপি দল। গ্রাম্য প্রবাদে বলে আল্লাহ্‌ দেরী হলেও বিচার করেন নিরাশ করেন না। তারই জন্যে বিএনপির করা এই ঘটনার পর থেকেই বিএনপি ক্ষমতা চুত্য হয়ে এখন বিলিনের পথে। কাজেই এখান থেকে শিক্ষা নিতে হবে পৃথিবীতে আমরা যাহাই করিনা কেন তার সাজা আমরা পৃথিবীতেই পাব যদি আল্লাহ্‌ আমাদের প্রতি সদয় হন। নয়ত আমাদের অপকর্মের ফলে আমরা পরকালে অবশ্যই ভোগ করবো। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২১ আগস্ট

২২ আগস্ট, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ