পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শিক্ষা, স্বাস্থ্য ও পরিচ্ছন্ন খাত অগ্রাধিকার দিয়ে নগরবাসীর সেবা নিশ্চিত করার কথা জানিয়েছেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন।
তিনি গতকাল বৃহস্পতিবার চসিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সাথে এক মতবিনিয়ম সভায় এ কথা বলেন।
তিনি বলেন, সাবেক মেয়র মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর সময়ে সেবাখাতে যে গুণগত পরিবর্তন আনা হয়েছিলো তা ম্লান হয়ে গেছে। আমি তার পথ ধরেই এই তিনটি প্রধান সেবা খাতকে অধিকতর কার্যকর ও গতিশীল করতে সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাবো।
নাগরিকদের ট্যাক্সের টাকায় শিক্ষা বিভাগ পরিচালিত হয় জানিয়ে তিনি শিক্ষা বিভাগের ব্যয় হ্রাস করার পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন।
সভায় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব আবু শাহেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম,অধ্যক্ষ মনোয়ার জাহান বেগম উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।