Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাসপোর্টের কার্যক্রম স্বাভাবিক করতে প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২০, ১২:০৪ এএম

করোনাভাইরাস সংক্রমণের পর বন্ধ হয়ে যাওয়া পাসপোর্ট অফিসের সব স্বাভাবিক কার্যক্রম চালু করতে প্রজ্ঞাপন জারি করেছে পাসপোর্ট অধিদফতর। প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের করোনা প্রতিরোধে নির্দেশনা মেনেই এই কার্যক্রম চালানো হবে।
গত বুধবার পাসপোর্ট অধিদফতরের পরিচালক (পাসপোর্ট, ভিসা ও পরিদর্শন) মো. সাইদুর রহমান স্বাক্ষরিত পাসপোর্টের স্বাভাবিক কার্যক্রম চালুর বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে কবে নাগাদ চালু করা হবে তা উল্লেখ করা হয়নি। প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার রোধে এবং পরিস্থিতি উন্নয়নে স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত পরিসরে এমআরপি ও ই-পাসপোর্টের আবেদন গ্রহণ ও প্রদান করা হবে। অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। প্রজ্ঞাপনের পর কবে চালু হবে পাসপোর্টের স্বাভাবিক কার্যক্রম জানতে চাইলে সাইদুর রহমান বলেন, আগামী মাসের শুরু থেকে নতুন আবেদন গ্রহণ করা হবে। আর রি-ইস্যু আবেদন তো নেওয়াই হচ্ছে।

গতকাল পাসপোর্ট অধিদফতরের ডিজি মেজর জেনারেল ওমাহাম্মদ আইয়ুব চৌধুরী বলেন, আমরা সবাই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি, কয়েকদিন পরেই পাসপোর্টের স্বাভাবিক কার্যক্রম চালু করা হবে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাসপোর্ট

২৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ