পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার প্রলোভন দিয়ে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছে একটি চক্র। তবে ওই চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি।
সিআইডির ঢাকা মেট্রো উত্তরের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল হক জানান, রাজধানীর তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়া এলাকার একটি বাসা থেকে গত বুধবার রাতে সৈয়দ আরিফ হাসান ওরফে রনি (৪০) ও সাইফুল ইসলাম নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তারা সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার প্রলোভন দিয়ে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছে।
তাদের মধ্যে সৈয়দ আরিফ হাসান ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার স্বীকারোক্তি অনুযায়ী তার নিজ কক্ষ থেকে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নামে ভূয়া নিয়োগপত্র, যোগদানপত্র, বেতনবিল অনুমোদনপত্র, অগ্রিম বেতন বিলের অনুমোদন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস আদেশ ও বদলির আদেশসহ ৭টি বিভিন্ন সিল মোহর উদ্ধার করা হয়। এছাড়া ফার্মগেইটের সাগর সৈকত মার্কেটের সাইফুল ইসলামের এসএম কম্পিউটার এন্ড সার্ভিস থেকে বিভিন্ন কর্মকর্তার নামের স্বাক্ষর স্ক্যানিংয়ের মাধ্যমে নিয়োগপত্রসহ অন্যান্য নিয়োগ সংক্রান্ত কাগজ প্রস্তুত করায় কম্পিউটারের মনিটর পিসি স্ক্যানার মেশিন ও প্রিন্টার জব্দ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।