পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রিজেন্ট হসপিটালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সংস্থার উপ-সহকারি পরিচালক মোহাম্মদ শাহাজাহান মিরাজ তাকে জিজ্ঞাসাবাদ করেন। পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলায় তার রিমান্ড চলছে। এর আগে গত ১৭ আগস্ট তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ১৮ আগস্ট জিজ্ঞাসাবাদ করার সময় সাহেদ নিজেকে ‘অসুস্থ’ বলে দাবি করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেখানে দুই দফা ইসিজি, এক্সরে,ডায়াবেটিস পরীক্ষা, রক্ত পরীক্ষা, হার্ডবিট ও প্রেসার চেক করে তাকে ‘সম্পূর্ণ সুস্থ’ বলে জানান ডাক্তার। পরে গতকাল তার পুনরায় জিজ্ঞাসাবাদ শুরু হয়। গত ২৭ জুলাই সাহেদ ও বাবুল চিশতীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এতে ঋণের নামে পরষ্পর যোগসাজশে ২ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এ মামলায় সাহেদকে গ্রেফতার দেখানো হয়। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১০ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের আওতায় তার জিজ্ঞাসাবাদ চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।