পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপি নেতা মামুনুর রশীদ এবং মীন তারিন সাথী হত্যা মামলার আসামি নূর মোস্তফা লাবুর জামিন দেননি হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এবং বিচারপতি মো. বদরুজ্জামানের ডিভিশন বেঞ্চ জামিন আবেদনটি খারিজ করে দেন। আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. আখতার রসূল। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
বশিরউল্লাহ জানান, ২০১৭ সালের ২৯ নভেম্বর নীলফামারীর সৈয়দপুর উপজেলার জসিম বাজার দোলাপাড়া মহল্লার একটি ভাড়া বাড়িতে দুর্বৃত্তরা কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দিনাজপুর, পার্বতীপুর সরকারপাড়া গ্রামের মামনুর রশিদ (৩৫) এবং পোড়াভিটা গ্রামের মহেবুল ইসলামের মেয়ে সাথীকে (২৭)। তারা দু’জন সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই-বোন। এছাড়া মামনুর রশিদ পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও তেল ব্যবসায়ী।
সাথী রংপুরের একটি কলেজে অনার্সের শিক্ষার্থী। এ ঘটনায় মামুনের বড় ভাই আব্দুর রশীদ বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় হাইকোর্টে জামিন আবেদন জানান আসামি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।