Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৬৭তম জন্মবার্ষিকী গতকাল শুক্রবার নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় ধানমন্ডি আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, ত্রাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী ও আওয়ামী লীগ নেতা মুকুল বোস প্রমুখ।
আওয়ামী লীগ ছাড়াও মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগ, আবাহনী পরিচালকগণ, আবাহনী সমর্থক গোষ্ঠী, আবাহনী কর্মকর্তা ও খেলোয়াড়গণসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে সকাল ৯ টায় বনানী গোরস্থানে চিরনিদ্রায় শায়িত শহীদ শেখ কামালের সমাধিতে নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সকাল ১১ টায় শেখ কামালের ৬৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে আলোচনায় আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, সহসভাপতি নির্মল রঞ্জন গুহ, মতিউর রহমান মতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক মেজবাউল আলম সাচ্চু বক্তব্য রাখেন।
বিএনপির জাতীয় ঐক্যের দাবীর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, যারা ধর্মীয় উগ্রবাদ লালন-পালন করে তাদের নিয়ে উগ্রবাদ দমনে জাতীয় ঐক্য করে কোন লাভ হবে না।
তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনীদের যারা পুরস্কৃত করেছে এবং জাতীয় শোক দিবসে মিথ্যা জন্মদিন বানিয়ে কেক কেটে আনন্দ উল্লাস করে তাদের সাথে আওয়ামী লীগের কোন সমঝোতা হতে পারে না।
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের জায়গায় থাকলে সমঝোতায় বসতেন না উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের সাথে বেঈমানী করে আওয়ামীলীগ বিএনপির সাথে কোন সমঝোতায় বসতে পারে না।
শেখ কামালের ৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী যুবলীগ সকাল ১১টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এবং সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
মাহবুব-উল আলম হানিফ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শহীদ শেখ কামালকে হত্যার মাধ্যমে দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে শুন্যতার সৃষ্টি হয়েছিল। তাই স্বাধীনতার দীর্ঘ ৪৫ বছর পরও এই ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠককে আমরা অনুভব করছি।
তিনি বলেন, শেখ কামাল জীবিত থাকলে দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন আরও অনেক সমৃদ্ধ থাকতো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ