Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমপ্লয়মেন্ট ভিসাধারীরা আবুধাবি যেতে পারবেন না

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ১০:২৯ এএম

এমপ্লয়মেন্ট ভিসাধারীরা আবুধাবি যেতে পারবেন না। এমপ্লয়মেন্ট ভিসাধারী যাত্রীদের বর্তমানে আবুধাবিতে প্রবেশ করতে না দেয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস এই ভিসায় দেশ থেকে আর কোনো যাত্রী পরিবহন করবে না। 

একই সঙ্গে সপ্তাহে ছয়টি ফ্লাইটের বদলে দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।
মঙ্গলবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জন্য জানিয়েছে বিমান।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, আপাতত আবুধাবিগামী এমপ্লয়মেন্ট ভিসাধারী যাত্রীদের গ্রহণ করছে না সংযুক্ত আরব অমিরাত।
তাই এ ধরনের যাত্রীদের পরিবহন করা সম্ভব হচ্ছে না। একই কারণে আবুধাবি থেকে বাংলাদেশে ফেরত আসতে আগ্রহী যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩১ আগস্ট পর্যন্ত ছয়টির পরিবর্তে দুইটি ফ্লাইট পরিচালনা করবে।

ভবিষ্যতে আবুধাবি কর্তৃপক্ষ এমপ্লয়মেন্ট ভিসাধারীদের গ্রহণে সম্মত হলে বিমান পুনরায় যাত্রী পরিবহন শুরু করবে।



 

Show all comments
  • saif ১৯ আগস্ট, ২০২০, ১০:৫৪ এএম says : 0
    আর কোনদিন করবে বলেও মনে হয় না। কারন.........অতিরিক্ত দাদা আশক্তি আল্লাহ্‌ আমাদের দেশকে রক্ষা করুণ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমপ্লয়মেন্ট ভিসা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ