পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
‘শত বর্ষে শত শাখা রূপালী ব্যাংক মেলুক পাখা’ শ্লোগানকে ধারন করে মুজিব বর্ষে রূপালী ব্যাংক শত শাখা খোলার অংশ হিসেবে মেহেরপুর জেলার গাংনীতে সম্পূর্ণ অনলাইন সুবিধা নিয়ে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৭৪ তম গাংনী শাখা ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান ও সংসদ সদস্য মনজুর হোসেন এবং বিশেষ অতিথি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন শাখার উদ্বোধন করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান ও অরুন কান্তি পাল। খুলনা বিভাগীয় কার্যালয়ের জিএম শচীন্দ্রনাথ সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।