Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিম্নমানের কাজের পরও ঠিকাদারের খুঁটির এত জোর

কর্মকর্তাকে পিটিয়ে রক্তাক্ত

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

নিম্নমানের কাজের প্রতিবাদ করায় নিজ কার্যালয়ে ঠিকাদার ও তার সহযোগীদের হামলায় রক্তাক্ত হয়েছেন রাজশাহী গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন (২৮)। এ সময় তার কক্ষের ল্যাপটপ ও প্রিন্টারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ ঘটনার সময় গণপূর্ত কার্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

হামলার শিকার গণপূর্ত বিভাগ-২ কার্যালয়ে উপ-সহকারী প্রকৌশলী পদে কর্মরত দেলোয়ার হোসেন জানান, কোটি টাকা ব্যয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলায় ভ‚মি অফিস নির্মাণ কাজ চলছে। গত রোববার বিকেলে তিনি নির্মাণ কাজ পরিদর্শনে যান। এ সময় সেখানে নিম্নমানের ইটের খোয়া দিয়ে ঢালাই কাজ চলছিল। এছাড়া কাজের সিডিউলে চার ইঞ্চি ঢালাই দেয়ার কথা থাকলেও সেখানে আড়াই ইঞ্চি দেয়া হচ্ছিল। এ সময় তিনি কাজটি বন্ধ করে দেন এবং ঘটনাস্থল থেকে নিম্নমানের নির্মাণ সামগ্রী সরিয়ে নেয়ার নির্দেশ দেন।

তিনি জানান, এ ঘটনার জের ধরে ঠিকাদার লিটন এবং তার ম্যানেজার আতিক সোমবার দুপুরে তার অফিস কক্ষে আসেন। এসময় লিটন ঘটনাস্থল থেকে নিম্নমানের নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে লিটন এবং তার সহযোগী তার ওপর হামলা চালালে তার ডান চোখের উপরের অংশে আঘাত লেগে গভীর ক্ষতের সৃষ্টি হয়।

এছাড়া শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর আঘাত রয়েছে। হামলার পর লিটন এবং তার সহযোগী আতিক ব্যাপক ভাঙচুর চালায়। তার কক্ষের চেয়ার, টেবিল, ল্যাপটপ এবং প্রিন্টার ভেঙে ফেলেন।

রাজশাহী গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী ফেরদৌস শাহনেওয়াজ কান্তা বলেন, ঠিকাদার লিটন এবং তার সহযোগী আতিক প্রকৌশলী দেলোয়ারকে মারধর এবং তার কক্ষে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। এ সময় পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন খান জানান, এ ঘটনায় ঠিকাদার লিটন এবং তার সহযোগী আতিকের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিঙ্গাসাবাদের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।



 

Show all comments
  • Md. S. Shamim ১৮ আগস্ট, ২০২০, ১:২১ এএম says : 0
    রাজশাহী গণপূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার একজন বিসিএস ক্যাডার। মানুষটিকে এইভাবে রক্তাক্ত করা হলো। ওনার অপরাধ উনি পুঠিয়ার ভূমি অফিস তৈরীতে ঠিকাদারের নিম্ম মানের কাঁচামাল প্রত্যাহার করতে বলেছিলেন। শিক্ষার মূল্য না বোঝা অশিক্ষিত বর্বর এক শ্রেণির ঠিকাদারদের কারণেই সরকার ও দলের ভাবমূর্তি নষ্ট হয়। এরাই রডের বদলে বাঁশ দেয় আর মানুষ সরকারের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করে। এরা হিংস্র বন্যপ্রাণী থেকেও খারাপ। অতি দ্রুত সঠিক বিচারের দাবি জানাচ্ছি।
    Total Reply(0) Reply
  • Mahmud Hasan ১৮ আগস্ট, ২০২০, ১:২১ এএম says : 0
    দেশে সৎ অফিসারের দাম নাই, আছে নেড়ী কুকুরগুলার।
    Total Reply(0) Reply
  • Gfk Omar Faruq ১৮ আগস্ট, ২০২০, ১:২২ এএম says : 0
    তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই!
    Total Reply(0) Reply
  • Naznin Akhter ১৮ আগস্ট, ২০২০, ১:২২ এএম says : 0
    এ সবই ক্ষমতার জোর... ঠিকাদার নিশ্চয়ই গদিতে বসে থাকা ক্ষমতাধরদেরই লোক
    Total Reply(0) Reply
  • Humayoun Kabir ১৮ আগস্ট, ২০২০, ১:২২ এএম says : 0
    সৎ মানুষকে কাজ কারার সু্যোগ করেদিন
    Total Reply(0) Reply
  • Md Asik ১৮ আগস্ট, ২০২০, ১:২২ এএম says : 0
    দেশে একই শুরু হয়েছে লুটপাট চোরেদের এত জোর কোথা থেকে আসে তাই দেশের জনগণকে সোচ্চার হতে হবে দেশকে বাঁচাতে হবে
    Total Reply(0) Reply
  • Rayhan Uddin ১৮ আগস্ট, ২০২০, ১:২৩ এএম says : 0
    এভাবেই প্রকৃত আদর্শ মানুষ গুলো হারিয়ে যাবে। এটা একজন রক্তাক্ত প্রকৌশলী নয় বরং রক্তাক্ত বাংলাদেশের প্রতিচ্ছবি। সততার মূল্য যদি হয় এ রক্ত তবে এদেশ বেশিদূর যেতে পারবে না!
    Total Reply(0) Reply
  • Abdul Alim ১৮ আগস্ট, ২০২০, ১:২৩ এএম says : 0
    তীব্র নিন্দা জানাচ্ছি। ঠিকাদারের শাস্তি দিতে হবে।
    Total Reply(0) Reply
  • মায়াবন বিডিবি ১৮ আগস্ট, ২০২০, ১:২৩ এএম says : 0
    সোনার বাংলা। বিচার নেই। মেজরকে মেরে ফেলে সামান্য ওসিরা। সেদেশে কর্ম কর্তা তো ডাল ভাত
    Total Reply(0) Reply
  • Ohaduzzaman ১৮ আগস্ট, ২০২০, ২:১৯ এএম says : 0
    এভাবেই প্রকৃত আদর্শ মানুষ গুলো হারিয়ে যাবে। এটা একজন রক্তাক্ত প্রকৌশলী নয় বরং রক্তাক্ত বাংলাদেশের প্রতিচ্ছবি। সততার মূল্য যদি হয় এ রক্ত তবে এদেশ বেশিদূর যেতে পারবে না!
    Total Reply(0) Reply
  • জিল্লুর ১৮ আগস্ট, ২০২০, ৮:১০ এএম says : 0
    সৎ মানুষের কদর এদেশে নাই
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ১৮ আগস্ট, ২০২০, ৯:০৫ এএম says : 0
    একজন সাধারন ঠিকাদার একটি সরকারি অফিসে গিয়ে এভাবে হামলা চালিয়ে আবার সেখান থেকে চলে যায় এতেই প্রমাণ করে ঠিকাদার লিটন কত ক্ষমতার অধিকারি। তারপরও বিষয়টাকে ভালভাবে পর্যাবেক্ষন করলে বুঝা যায় ঠিকাদারের সাথে প্রকৌশলীর লেন দেনে বিভ্রাট হওয়ার কারনেই এই ঘটনার সৃষ্টি এটাই নিন্দুকদের অভিমত। নিন্দুকেরা বলছে সরকারি কাজ কর্ম এভাবেই হচ্ছে সবযায়গায় কিন্তু আওয়াজ নেই কারন লেনদেনের কোন বিভ্রাট নেই তাই। এখানে আমরা জেনেছি কারন লেনদেনের বিভ্রাট হওয়ায় দুইপক্ষের মধ্যে মতানৈক্য এবং একপর্যায়ে হাতাহাতি ভাঙচুর ইত্যাদি। শেষ পর্যন্ত এই মামলারও কোন হদিস খুঁজে পাওয়া যাবেনা এটাই সত্য বলে নিন্দুকেরা মন্তব্য করেছেন। আল্লাহ্‌ আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে সত্য বলা ও সততার সাথে কাজ করার ক্ষমতা প্রদান করুন। আমি ইনকিলাব পত্রিকার মাধ্যমে মাদ্রাসার শিক্ষকদেরকে অনুরোধ করবো আপনারা প্রতিদিন ছাত্রদের নিয়ে যখনই দোয়া করবেন তখনই বাংলাদেশের আইনজীবী ও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী যাতে সত্যবাদী ও সততার সাথে চলে, তাহলেই দেশে আইন শৃঙ্খলা ফিরে আসবে। আমিন
    Total Reply(0) Reply
  • MOHAMMAD MAHMUDUL HASAN ১৮ আগস্ট, ২০২০, ১১:৪৬ পিএম says : 0
    চোরে না শোনে ধমে'র কাহিনী, আজ দেশে চলছে হরিলুট কে কাকে মানছে। কার কাছে বিচার চাইবেন। এখন তো জনগনের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। শেয়ারবাজার কেলেঙ্কারির, ব্যাংক লুটপাট, টাকা পাচার সহ, নানান অপকর্মে জজ'রিত। জাতি আজ এ ধরনের অপকর্মের রাজনীতি থেকে মুক্তি পেতে চান।
    Total Reply(0) Reply
  • Md.Asif hossain ২১ আগস্ট, ২০২০, ১২:৩০ পিএম says : 0
    সবাই তো বলে ঠিকাদের ক্ষমতাথাকার কারণে তারা মারধর করতে পারে। কিন্তু এই ক্ষমতা ওরা এমনি এমনি পায়না সরকারি কির্মকর্তারা অর্থের বিনিময়ে সম্মান বিক্রি করে। ঘুষ খাওয়া বাদ দেন সব ঠিক হয়ে যাবে।
    Total Reply(0) Reply
  • Md.Asif hossain ২১ আগস্ট, ২০২০, ১২:৩১ পিএম says : 0
    সবাই তো বলে ঠিকাদের ক্ষমতাথাকার কারণে তারা মারধর করতে পারে। কিন্তু এই ক্ষমতা ওরা এমনি এমনি পায়না সরকারি কির্মকর্তারা অর্থের বিনিময়ে সম্মান বিক্রি করে। ঘুষ খাওয়া বাদ দেন সব ঠিক হয়ে যাবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ