Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বৌদ্ধ সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর কোটি টাকা অনুদান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন প্রবারণা পুর্নিমা এবং কঠিন চিবর দান উৎসব-২০২০ উদযাপন উপলক্ষে দেশের বৌদ্ধ সম্প্রদায়কে ১ কোটি টাকা অনুদান দিয়েছেন।
গতকাল সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এ তথ্য জানান। তিনি বলেন, বৌদ্ধ সম্প্রদায়ের দু’টি উৎসব উদযাপনের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে (বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্ট) ১ কোটি টাকার চেক দেয়া হয়েছে। অসাম্প্রদায়িকতার চেতনায় বিশ্বাসী প্রধানমন্ত্রী সব সময় নিয়মিতভাবে সকল ধর্মের লোকদের সহায়তা দিয়ে থাকেন।
প্রেস সচিব বলেন, এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী বৌদ্ধ সম্প্রদায়ের জন্য এই অনুদান দিয়েছেন যাতে তারা তাদের দু’টি উৎসব যথাযথভাবে পালন করতে পারে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পুর্নিমা আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রীর-অনুদান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ