পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার কারাগারের বাইরে থাকার মেয়াদ বাড়াতে চাইলে সরকারের কাছে আবাও আবেদন জানাতে হবে-মর্মে মন্তব্য করেছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন,যেহেতু সরকার নির্বাহী আদেশে তাকে আপাতত মুক্তি দিয়েছেন, মুক্তি বলবো না বাইরে থাকার অনুমতি দিয়েছেন। সুতরাং এই সময়টা পার হলে সরকারের কাছে আবেদন করতে হবে। এখানে আদালতের কোনও বিষয় নেই। এর আগে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলা দুটিতে ১৭ বছরের কারাদন্ডে দন্ডিত হয়ে কারাগারে ছিলেন খালেদা জিয়া। তবে তার কারামুক্তি চেয়ে সরকারের কাছে আবেদন জানায় তার পরিবার।ওই আবেদনের পর গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।