পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মেজর (অব.)সিনহা হত্যা মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী শিপ্রা দেবনাথকে উদ্দেশ্য করে দুই পুলিশ কর্মকর্তার উস্কানিমূলক মন্তব্য চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। গতকাল রোববার ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক জনস্বার্থে এ রিট করেন। রিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য করার জন্য দায়ী দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে মন্ত্রী পরিষদের সচিব,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক আইজি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান পরিচালক, খুলনা রেঞ্জের ডিআইজিসহ সংশ্লিষ্টদেরকে বিবাদী করা হয়েছে। রিটে বলা হয়, শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ফেসবুকে পোস্টে যে মন্তব্য করা হয়েছে তা সম্পূর্ণ অবৈধ। আগামিকাল মঙ্গলবার এ বিষয়ে হাইকোর্টে শুনানি হতে পারে জানিয়েছেন রিটকারী। রিটে ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।
রিটে আরও বলা হয়, সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান গত ১৪ আগস্ট তার ফেসবুকে কিছু ছবি শেয়ার করেন। যেখানে তিনি শিপ্রার চরিত্রের বিষয়ে ইঙ্গিত করেন।আরও কিছু ছবি আসতে পারে বলেও তিনি সেখানে লেখেন। এছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (ঢাকা মেট্টো দক্ষিণ) এর এসপি মিজানুর রহমান শেলী একই ধরণের একটি পোস্ট দিয়েছেন। এসব পোস্ট দিয়ে তারা শিপ্রার অপরাধ প্রমাণের চেষ্টা করেছেন। এসব পোস্টে বহু মানুষ বাজে মন্তব্য করেছেন যার সমর্থনও তারা দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।