পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ১৬ দিনের ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। আগামীকাল রোববার সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। এছাড়া আগামী ৩১ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।
গতকাল শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানা গেছে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সফরসঙ্গী হবেন তার মেয়ে আইরিন মাহবুব এবং তার একান্ত সচিব মো. এনাম উদ্দিন। মেয়ে, একন্ত সচিব ও নিজের সব ধরনের খরচ বহন করতে হবে মাহবুব তালুকদারকে। এটি ব্যক্তিগত সফর হিসেবে গণ্য হবে। এর আগেও মাহবুব তালুকদার ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হঠাৎ করেই তিনি সেই সফরে যান। তখন তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ইসির অন্য কমিশনাদের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে নোট অব ডিসেন্ট দিয়ে। ২০১৮ সালের ২০ থেকে ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্রে অবস্থান করেন তিনি। ফলে নির্বাচনের আগে বিধি মোতাবেক প্রেসিডেন্টর সঙ্গে কমিশনাররা দেখা করলেও যুক্তরাষ্ট্রে থাকায় অনুপস্থিত ছিলেন মাহবুব তালুকদার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।