Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাউন্টার টেরোরিজম ইউনিটের ভবণ নির্মাণে সিটি ব্যাংকের অনুদান

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঢাকার মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কাউন্টার টেরোরিজম ইউনিটকে ৫০ লাখ টাকার অনুদান প্রদান করেছে সিটি ব্যাংক। সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলামকে এই অনুদানের চেক হস্তান্তর করেন। অনুদানের এ টাকা মিন্টো রোডে কাউন্টার টেরোরিজম ইউনিটের অফিস নির্মাণের কাজে ব্যবহৃত হবে। এ সময় অন্যান্যের মধ্যে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হুসেইন ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় ফারুক এম আহমেদ ও মাসরুর আরেফিনসহ ব্যাংক ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাউন্টার টেরোরিজম ইউনিটের ভবণ নির্মাণে সিটি ব্যাংকের অনুদান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ