Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোবাইল কোর্ট অভিযানে নকল ‘লোটো’ পণ্য উদ্ধার

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সম্প্রতি নকল পণ্য বাজারজাত প্রতিরোধে ফুলবাড়িয়া সুপার মার্কেট ও গুলিস্তান সুপার মার্কেটে বাংলাদেশ আর্মড্ পুলিশ ব্যাটালিয়ন ও জেলা প্রশাসনের সহযোগিতায় এক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। সেখানে নকল ‘লোটো’ পণ্য বিক্রয়ের অভিযোগে ডাটা বাজার সুজ ও সজনী সুজ-কে নগদ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সংশ্লিষ্ট মার্কেটের মালিক সমিতিগুলো অভিযানটিকে স্বাগত জানায়। এই অভিযানে সহযোগিতার পাশাপাশি তারা আশ্বাস দেন, ভবিষ্যতে এই মার্কেটের কোনো দোকানদার যেন বিখ্যাত ইতালিয়ান ব্র্যান্ড লোটোসহ অন্যান্য যেকোনো নকল পণ্যের বিক্রয় ও বাজারজাতকরণের সাথে জড়িত না হন সেই ব্যাপারে তারা আরো বেশি সজাগ থাকবে। ক্রেতা সাধারণের জন্য সবসময় আসল পণ্য প্রাপ্তি নিশ্চিত করার প্রতিশ্রæতি অনুযায়ী সরকারের নিয়মিত বাজার পর্যবেক্ষণের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। উল্লেখ্য, শুধু এক্সপ্রেস লেদার প্রোডাক্টস্ লিমিটেড বাংলাদেশে ‘লোটো’ পণ্যের আমদানি, উৎপাদন ও ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে খুচরা এবং পাইকারি বিক্রয় ও বাজারজাত করার অধিকার সংরক্ষণ করে। অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদী এবং বাংলাদেশ আর্মড্ পুলিশ ব্যাটালিয়ন-এর সিনিয়র এএসপি আমিরুল ইসলাম। নিম্নমানের নকল পণ্য সবসময় ব্র্যান্ড বা কোম্পানির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই ভবিষ্যতেও এসব নকল পণ্য উৎপানকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোবাইল কোর্ট অভিযানে নকল ‘লোটো’ পণ্য উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ