Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্ড সুবিধার অপব্যবহার লিবার্টির বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বন্ড সুবিধার অপব্যবহার করে ১৭ কোটি টাকা ফাঁকি দেয়ার অভিযোগে লিবার্টি এক্সেসরিজের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গতকাল (বৃহস্পতিবার) শুল্ক গোয়েন্দার একটি দল কারখানা পরিদর্শন করে। এ সময় ১ হাজার ৫০০ মেট্রিক টন প্লাস্টিক দানার ঘাটতি দেখতে পান। বন্ড লাইসেন্সের শর্ত লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা ১৭ কোটি টাকার পণ্য খোলা বাজারে বিক্রি করা হয়েছে। বন্ড লাইসেন্সের শর্তানুযায়ী শুল্কমুক্ত সুবিধার আওতায় বন্ডেড কাঁচামাল আমদানি করা যায়। প্রতিষ্ঠানটি গার্মেন্টস এক্সেসরিজ তৈরি করে রফতানির উদ্দেশ্যে এসব প্লাস্টিক দানা এনেছিলেন। আমদানিকৃত কাঁচামাল যথাযথভাবে সংরক্ষণ ও হিসাব রাখা বাধ্যতামূলক হলেও তা করা হয়নি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক এসএম শামিমুর রহমান জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বন্ড সুবিধার অপব্যবহার করে অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে বন্ড লাইসেন্সের শর্ত ভঙ করে স্থানীয় বাজারে পণ্য বিক্রি করে দিচ্ছে। লিবার্টি এক্সেসরিজ এর আগেও ৩৪ কোটি টাকার পণ্যের ১২ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।
১ হাজার ৫০০ মেট্রিক টন পিপি দানা ঢাকা এবং চট্টগ্রামে বিভিন্ন মার্কেটের খোলা বাজারে বিক্রি করা হয়েছে জানিয়ে শামীম বলেন, এ অনিয়মের কারণে শুল্কসহ ১৭ কোটি টাকা ফাঁকি দেয়া হয়েছে। বন্ড সুবিধার অপব্যবহারের ফলে দেশের শিল্পায়ন যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। গেল অর্থ বছরে বন্ড সুবিধার অপব্যবহার করায় ১৮টি আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্ড সুবিধার অপব্যবহার লিবার্টির বিরুদ্ধে মামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ