পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শ্বাসরোধ ও পিটিয়ে হত্যার পর লাশ খালে ফেলে গুম করার ঘটনায় পলাতক আসামি শেখ আলমগীর বাবুকে ওরফে কালা বাবুকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বুধবার রাতে মহাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) ইউনিটের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওসমান গণি জানান, মামলাটি প্রথমে সবুজবাগ থানা পুলিশ ও পরবর্তীতে ডিএমপির ডিবি দীর্ঘ প্রায় ৭ বছর তদন্ত করে অভিযোগপত্র দাখিল করেন। তবে ঘটনার প্রকৃত রহস্য ও ঘটনায় জড়িত অভিযুক্ত পলাতক আসামি আছমা আক্তার ইভা, আরিফুল হক আরিফ ও মো. রানা বাবু গ্রেফতার না হওয়ায় এবং পূর্ণাঙ্গ নাম-ঠিকানা না পাওয়ায় তাদেরকে অব্যাহতি দেয়া হয়। অভিযোগপত্রের বিরুদ্ধে ভুক্তভোগীর বাবা নারাজি আবেদন করেন। আদালত পিবিআইকে মামলাটি তদন্ত করার নির্দেশ দেন। পরে পিবিআই সুজন হত্যাকান্ডের ঘটনায় জড়িত অন্যতম আসামি কালা বাবুকে গ্রেফতার করে।
উল্লেখ্য, ২০১১ সালের ১৪ মার্চ মাটির ঠিকাদার মো. আব্দুল মান্নানের মেজো ছেলে সুজন (২৬) বন্ধু ফজলু কুটির সাথে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে ১৮ মার্চ দুপুরে সবুজবাগ থানাধীন দক্ষিণ রাজারবাগ বাগপাড়া শেষমাথা খালের ময়লা পানিতে কচুরিপানার সাথে ভাসমান অবস্থায় সুজনের লাশ পাওয়া যায়। এ ঘটনায় আব্দুল মান্নান বাদী হয়ে সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।