পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জননেতা আনোয়ার জাহিদ ছিলেন আধিপত্যবাদী বিরোধী কণ্ঠস্বর। তাঁর মতো দেশপ্রেমিক নেতার অভাবে জাতীয় সঙ্কট মোকাবেলায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হচ্ছে না। এতে জনগণ ভোটের অধিকার হারিয়ে ফেলেছে। গতকাল প্রাজ্ঞ রাজনীতিক জননেতা আনোয়ার জাহিদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
এ সময় গণদল চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী বলেন, বাংলাদেশের রাজনীতি ইতিহাসে এক মেধবী ধ্রুবতারা নাম আনোয়ার জাহিদ। নীতিহীন রাজনীতির যুগে তিনি ছিলেন অনুস্মরণীয় ও অনুকরণীয়। রাজনৈতিক প্রতিপক্ষের সাথে ভদ্রভাষায়ও যে ভিন্নমত প্রকাশ করা যায় তার জলন্ত দৃষ্টান্ত ছিলেন তিনি। তাদের মতো নেতা না থাকায় দেশে এখন রাজনীতিবিদরা পরিহাসের পাত্রে পরিণত হয়েছেন।
বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া বলেন, আনোয়ার জাহিদের মত মেধাবী ও দেশপ্রেমিক রাজনীতিকদের ব্যবহার করে প্রয়োজন শেষে যারা ছিটকে ফেলেছেন সময় তাদের ক্ষমা পাননি। নিজেরাই এখন পদে পদে অপমানিত হচ্ছেন।
এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা’র সভাপতিত্বে আলোচনায় আরো বক্তৃতা করেন মো. শহীদুল্লাহ প্রিন্স, রাজু আহমেদ, আর কে রিপন, এজে আলমগীর, জাহিদুল ইসলাম মামুন, মনির রহমান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।