Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যা পরিস্থিতি মোকাবেলায় সক্রিয় আ’লীগ

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন স্থানে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি বন্যার পানি নেমে যাওয়ার পর পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বন্যা দুর্গত মানুষদের সহায়তা দেয়ার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সংশ্লিষ্ট জেলা কমিটির নেতাদের নিয়ে ইতোমধ্যেই ৮টি টিম গঠন করা হয়েছে। এ টিমগুলো গত সোমবার থেকেই তাদের ত্রাণ কার্যক্রম শুরু করেছে। কেন্দ্রীয় নেতারা মঙ্গলবার সকাল থেকে বন্যা দুর্গত এলাকা সফর শুরু করেছেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর বন্যা দুর্গত এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দলটির অঙ্গসহযোগী ও অন্যান্য সংগঠনগুলোর নেতারা। তারা নিজ নিজ উদ্যোগে টিম নিয়ে বন্যা দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ শুরু করেছেন।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে ত্রাণ কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ। কুড়িগ্রাম, লালমনিরহাট, জামালপুর, শরীয়তপুরের নাড়িয়া ও মানিকগঞ্জের ঘিওরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেছেন দলটির কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে গঠিত টিমগুলো। দলটির নেতারা জানিয়েছেন, বন্যা দুর্গত এলাকার বন্যার্তদের প্রয়োজন অনুসারে তাদের মাঝে শুকনো খাবার, চাল, ডাল, শাড়ি, লুঙ্গি ও টাকা বিতরণ করবেন। তবে, বন্যার পানি নেমে যাওয়ার পর বন্যার্তদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে পরামর্শ দেবে এ টিমগুলো। তারা বলেছেন, বন্যার পানি যেখানে আসার তা এসে গেছে। তবে বন্যার পানি নেমে যাওয়ার পরই মূল সমস্যা দেখা দেবে। আর সে সম্পর্কে সরকারকে পরামর্শ দিতেই টিমগুলো কাজ করবে। গঠিত টিমগুলো যে পরামর্শ দেবে সে অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা জানান, বন্যা দুর্গতদের সমস্যা জানতে এরই মধ্যে কাজ করছে জেলার নেতারা। তারা দুর্গতদের সমস্যা ও করণীয় নির্ধারণ করতে এরই মধ্যে কাজ শুরু করেছেন।
এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, আমার নির্বাচনী এলাকা শরীয়তপুরের নাড়িয়ায় ত্রাণ বিতরণ শুরু করেছি। এখানে দল ছাড়াও আমি ব্যক্তিগত তহবিল থেকেও দুর্গতদের আর্থিকভাবে সহায়তা করছি। এরপর পর্যায়ক্রমে ফরিদপুর, মাদারীপুর ও রাজবাড়ীর বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। তবে এসব এলাকায় আমাদের সংশ্লিষ্ট জেলার নেতারা ত্রাণ কার্যক্রম করছেন।
দলের আরেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমরা প্রয়োজন অনুযায়ী দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করব। এর মধ্যে যে এলাকায় বন্যা দুর্গতদের আর্থিক সহায়তা প্রয়োজন সেখানে তাদের আর্থিকভাবে সাহায্য করা হবে। এছাড়া যেখানে অন্যান্য সাহায্য করা দরকার তাও তাদের দেয়া হবে।
উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ বলেন, বৃহস্পতিবার মুন্সিগঞ্জে ওবায়দুল কাদেরের নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হয়।
দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান বলেন, আমাদের টিমে জেলা নেতারা সোমবার থেকেই তাদের কর্মকা- শুরু করেছেন। কেন্দ্রীয় নেতাদের একটি টিম লালমনিরহাটে গেছে। সেখানে আমরা ৩টি স্থানে ত্রাণ বিতরণ করছি।
এ বিষয়ে জানতে চাইলে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী বলেন, আমরা মঙ্গলবার থেকে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে বিভিন্ন টিম বন্যা দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করবে। তারা দুর্গত মাঝে শুকনো খাবার, চাল, ডালসহ আর্থিক সহায়তা প্রদান করবে।
এদিকে, আওয়ামী যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদের নির্দেশে এবং দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে যুবলীগ কেন্দ্রীয় কমিটির একটি টিম কুড়িগ্রাম জেলায় বন্যাকবলিত বিভিন্ন স্থানে চাল, ডাল, মুড়ি, চিড়া, মোমবাতি, দিয়াশলাই, খাবার স্যালাইন, প্যারাসিটামল, মেট্রোনিডাজল, বিশুদ্ধ খাবার পানি বন্যাদুর্গত মানুষের মাঝে বিতরণ করেছে। যুবলীগের টিমে ছিলেন- কেন্দ্রীয় সদস্য রেকায়েত আলী খান, সফেদ আসফাক, ডা. মো. মাহফুজার রহমান, নাজমুল হোসেন, মুক্তাদিউর রহমান, কামরুল হাসান, সামসুল আরেফিন, বাবলুর রহমান, এমএএইচ শাহ্ জয়, মেজবাহ্ উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা যুবলীগ আহ্বায়ক এ্যাড. রুহুল আমিন দুলাল ও যুগ্ম-আহ্বায়ক রেদোয়ানুল হকসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ  নেতৃবৃন্দ।
এছাড়াও রাজধানীর পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জে বন্যার্ত মানুষের মাঝে চাল চিড়া, গুড় ও ওরস্যালাইন বিতরণ করেছে আওয়ামী ওলামা লীগের (একাংশ) সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন। গতকাল বিকালে মুন্সীগঞ্জের শ্রীনগর, লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলায় বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন তিনি। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আবদুল আলীম আজাদীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা পরিস্থিতি মোকাবেলায় সক্রিয় আ’লীগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ