পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মেজর (অব.) সিনহা হত্যাকান্ড থেকে রক্ষা পেতে ওসি প্রদীপকে টেলিফোনে আইনি পরামর্শ দেয়ার জন্য সাবেক এসপি আল্লাহ বকশ অনুতপ্ত হয়ে দুঃখ প্রকাশ করেছেন।
ফোনালাপ প্রসঙ্গে লিখিত বিবৃতি দিয়েছেন সাবেক এসপি আল্লাহ বকশ বলেছেন, আইনি পরামর্শে তথ্য গোপন করেছিলো ওসি প্রদীপ। গতকাল মঙ্গলবার লিখিত বিবৃতিতে তিনি দাবি করেন, কোন খারাপ উদ্দেশ্যে পরামর্শ দেননি।
তিনি বলেন, সাবেক কর্মকর্তাদের সংগঠনের নেতা হিসেবে অনেকে তার কাছে পরামর্শ চান। সেই হিসেবে তিনি প্রদীপকে পরামর্শ দেন। তিনি প্রদীপ আসল তথ্য গোপন করে তার কাছে পরামর্শ চান। এমন পরিস্থিতিতে তার পরামর্শ বাস্তবসম্মত নয় বা পক্ষপাতমুলক বলে বিবেচিত হচ্ছে।
তাছাড়া, সাবেক সেনা সদস্য জেনেও মামলা সাজানোর কথা প্রসঙ্গে তার দাবি, তিনি অবজ্ঞাপূর্ণ কোন কথা বলতে চাননি। অবজ্ঞার প্রশ্নই উঠেনা। তিনি ফোনে কথা বলা শুরু করলেও সেটা পুরোপুরি শেষ হয়নি বলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এটা তার অনিচ্ছাকৃত বক্তব্য।
এজন্য মর্মাহত, অনুতপ্ত এবং দুঃখ প্রকাশ করেন আল্লাহ বকশ। একইসাথে, সিনহার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি এ হত্যাকান্ডের বিচারও দাবি করেন পুলিশের সাবেক এই এসপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।