পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকা দক্ষিণ সিটিকে আগামী ডিসেম্বরের মধ্যে তারের জঞ্জালমুক্ত করা হবে। গতকাল ঢাকা মহানগর মহিলা কলেজের গভর্নিং বডির সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মেয়র ফজলে নূর তাপস বলেন, আবশ্যকীয়তা ছাড়া সকল ধরনের তার আমরা অপসারণ করবো। এই কার্যক্রম চলমান থাকবে। আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিকে তারের জঞ্জালমুক্ত করা হবে। এর আগে গত ৫ই আগস্ট থেকে ডিএসসিসিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ক্যাবল সংযোগ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। গত ৯ আগস্ট রাজধানীর আনন্দবাজার থেকে বঙ্গবাজার পর্যন্ত সড়কের পাশে থাকা ঝুলন্ত তার অপসারণ করা হয়। ঝুলন্ত তারের মধ্যে ইন্টারনেট ও ডিস লাইন রয়েছে। গ্রাহকদের অভিযোগ, এগুলো অপসারণের ফলে অনির্দিষ্ট সময়ের জন্য বাসায় টিভি দেখা ও ইন্টারনেট চালানো বন্ধ হয়ে গেল। বিকল্প ব্যবস্থা না রেখেই তার অপসারণ করাকে গ্রাহকদের বিপদের ফেলার পাঁয়তারা দেখছেন তারা। তার অপসারণ অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ঢাকা শহরে ঝুলন্ত তার থাকবে না এটি মেনেই অভিযান চালানো হচ্ছে। এটি অব্যাহত থাকবে। এর পরিবর্তে মাটির নিচ দিয়ে ক্যাবল অপারেটররা সংযোগ নিতে পারবেন। তবে সেক্ষেত্রে অপারেটর কোম্পানিগুলো সিটি করপোরেশনের সঙ্গে যোগযোগ করলে সমস্যার সমাধান হতে পারে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এ বিষয়ে নোটিশ দিয়ে কোনো লাভ নেই। ঝুলন্ত তার অপসারণ করা হবে এটি অনেক দিন ধরে সবারই জানা। কিন্তু কেউ বিকল্প ব্যবস্থা গ্রহণ করেনি। যার কারণে গ্রাহকদের সাময়িক সমস্যায় পড়তে হবে। তিনি বলেন, ক্যাবল অপারেটররা যত তাড়াতাড়ি যোগাযোগ করবেন তত তাড়াতাড়ি গ্রাহকদের সমস্যা সমাধান হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।