পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানকে খুনের পর মামলার বিষয়ে ওসি প্রদীপ কুমার দাশকে সেই পরামর্শদাতা হলেন সাবেক পুলিশ সুপার আল্লাহ বক্স চৌধুরী। তিনি প্রদীপকে টেলিফোনে পরামর্শ দেয়ার কথা স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেন পরামর্শ নেয়ার সময় প্রদীপ তার কাছে তথ্য গোপন করেছেন। প্রকৃত ঘটনা জানলে তিনি বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক লিয়াকতের বিরুদ্ধেই হত্যা মামলা নেয়ার পরামর্শ দিতেন বলেও দাবি করেন। তবে সিনহা হত্যা মামলার তদন্ত সংস্থার কর্মকর্তারা বলছেন, প্রদীপকে দেয়া এসব পরামর্শ তাদের নজরে এসেছে, বিষয়টি তারা তদন্ত করছেন। ঈদের দিন সকালে প্রদীপ সাবেক ওই পুলিশ কর্মকর্তাকে ফোন দিয়ে তার পরামর্শ চান। সিনহা সাবেক সেনা কর্মকর্তা হওয়ায় এতে ভয়ের কিছু নেই বলেও প্রদীপকে সাহস দেন তিনি। সিনহার পরিবার মামলা করতে পারে তাই আগে থেকেই একটি হত্যা মামলা করে রাখার পরামর্শও দিয়েছেন এ সাবেক পুলিশ কর্মকর্তা। পরে তাদের সে ফোনালাপ ফাঁস হয়ে যায়। তার গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ার লালানগর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।