পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, প্রকৌশলীরা হচ্ছেন উন্নয়নের রুপকার। অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন ঈমানী কাজ উল্লেখ করে তিনি বলেন, এ কাজে সহযোগিতা থাকবে। তবে কেউ অনিয়মে জড়িয়ে পড়লে জবাবদিহি করতে হবে। উন্নয়ন কাজে অনিয়ম হলে তিনি ঠিকাদারের লাইসেন্স বাতিলসহ কালো তালিকাভুক্ত করারও হুঁশিয়ারি দেন। তিনি গতকাল টাইগার পাস নগরভবনের সম্মেলন কক্ষে চসিক প্রকৌশল বিভাগের সাথে বৈঠককালে এসব কথা বলেন। নগরীতে চলমান উন্নয়ন কাজে গতি বাড়াতে প্রকৌশলীদের মাঠে থেকে কাজ আদায় করতে বলেন তিনি। ঠিকাদাররা সঠিকভাবে কাজ করছেন কিনা, তা শতভাগ বুঝে নিতে হবে। সড়ক উন্নয়ন কাজে ঠিকাদারের গাফিলতি হলে সাথে সাথে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন প্রশাসক খোরশেদ আলম সুজন।
বৈঠকে প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবু সালেহ, কামরুল ইসলাম, আনোয়ার হোছাইন, মুনিরুল হুদা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।