Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুফতী আমিনীর (রহ.) দৌহিত্র হাফেজ আশরাফ মাহদীকে ফিরিয়ে দিন

দেশের শীর্ষ ওলামায়ে কেরামের বিবৃতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

দেশের সর্বজনস্বীকৃত আধ্যাত্মিক জগতের রাহবার হযরত হাফেজ্জী হুজুর (রহ.) এর পরিবারের সুযোগ্য সদস্য মরহুম মুফতী ফজলুল হক আমিনী (রহ.)এর দৌহিত্র সম্ভাবনাময়ী মেধাবী শিক্ষার্থী হাফেজ মাওলানা আশরাফ মাহদীকে গত ৬ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে ঢাকা লালবাগ কিল্লার মোড় এলাকা থেকে বাসায় যাওয়ার পথে একদল অজ্ঞাত ব্যক্তি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ যাবৎ কোথাও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এই ন্যাক্কারজনক ঘটনায় দেশের শীর্ষ ওলামা নেতৃবৃন্দ, ছাত্র জনতা ও সচেতন দেশবাসী গভীরভাবে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন।
গতকাল শনিবার একযুক্ত বিবৃতিতে দেশের শীর্ষ ওলামা নেতৃবৃন্দ এ উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেনে। শীর্ষ ওলামা নেতৃবৃন্দ আরো বলেন, এদেশে গুম, খুন আর অন্যায়ভাবে হত্যার ফিরিস্তি অনেক লম্বা। আমরা হাফেজ আশরাফ মাহদীর অপহরণের ঘটনায় গভীরভাবে উৎকণ্ঠিত। আমরা বলতে পারি, এই পরিবারের সাথে যারা বেআদবী করবে তারা ধ্বংস হয়ে যাবে।
নেতৃবৃন্দ আরো বলেন, ইতিপূর্বেও বিশ্ববিখ্যাত আল আজহার ইউনিভার্সিটির এই মেধাবী ছাত্রকে মিশর যাওয়াকালে একটি মহল ষড়যন্ত্রমূলক একটি মিথ্যা মামলায় জড়িয়ে দুবাই থেকে দেশে এনে গ্রেফতার ও হয়রানির শেষ চেষ্টাটুকু করেছে। নেতৃবৃন্দ বলেন, আশরাফ মাহদীর অপহরণ নাটকের অবসান ঘটিয়ে দ্রুততম সময়ের মধ্যে অক্ষতভাবে তাকে তার পরিবারের নিকট পৌঁছিয়ে দেয়ার জন্য দেশপ্রেমিক আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি আমরা উদাত্ত্ব আহবান জানাচ্ছি। বিবৃতিদাতা আলেমগণ হলেন, হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা নূর হোসাইন কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, আল্লামা নূরুল ইসলাম, আল্লামা উবায়দুল্লাহ ফারুক, প্রিন্সিপাল মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), আল্লামা আব্দুর রব ইউসুফী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মামুনুল হক, হেফাজতে ইসলাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জসীম উদ্দীন (মাহদীর পিতা), মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মুতিউর রহমান কাসেমী, মাওলানা নাছির উদ্দীন মুনির, মাওলানা ছানাউল্লাহ মাহমূদী, মাওলানা মীর ইদরিস, মুফতি আব্দুর রহীম ও মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।

 



 

Show all comments
  • Ferdous ৯ আগস্ট, ২০২০, ১:১৭ এএম says : 0
    অবিলম্বে মুক্তি দিবি.....................।
    Total Reply(0) Reply
  • লোকমান ৯ আগস্ট, ২০২০, ৪:৪২ এএম says : 0
    আশা করি সরকার ও প্রশাসন আন্তরিক হলে খুব দ্রুত সময়ের মধ্যে তাকে উদ্ধার করা সম্ভব হবে
    Total Reply(0) Reply
  • আব্বাস আলী ৯ আগস্ট, ২০২০, ৪:৪৩ এএম says : 0
    এই ন্যাক্কারজনক ঘটনায় দেশের শীর্ষ ওলামা নেতৃবৃন্দ, ছাত্র জনতা ও সচেতন দেশবাসী গভীরভাবে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন।
    Total Reply(0) Reply
  • আজহারুল ইসলাম ৯ আগস্ট, ২০২০, ৪:৪৪ এএম says : 0
    হে আল্লাহ তুমি তাকে হেফাজত করো
    Total Reply(0) Reply
  • Ismail ৯ আগস্ট, ২০২০, ৬:৫৮ এএম says : 0
    ভাই কে ফিরে দেওয়ার আহবানের সাথে এক মত পোষণ করছি।
    Total Reply(0) Reply
  • Sayeed Hasan ৯ আগস্ট, ২০২০, ১০:০৮ এএম says : 0
    We demand immediate return of him. May Allah safe him.
    Total Reply(0) Reply
  • Ovi ৯ আগস্ট, ২০২০, ১০:১১ এএম says : 0
    We hope law inforce agency will recovered him safely
    Total Reply(0) Reply
  • Nisarul Islam ৯ আগস্ট, ২০২০, ৯:১১ পিএম says : 0
    আর কত অত্যাচার করবে এরা ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাফেজ-মাহদী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ