Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছুটির দিনেও বসেছে আপিল বিভাগের ভার্চ্যুয়াল বেঞ্চ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২০, ১২:১০ এএম

সাপ্তাহির ছুটির দিনেও বিচার কার্য পরিচালনা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিচারপ্রার্থীর ভোগান্তি এবং মামলা জটের কথা চিন্তা করে ভার্চুয়াল বেঞ্চে চলছে বিচার কার্যক্রম। এ তথ্য জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান। তিনি বলেন,শুক্র-শনি সাপ্তাহিক ছুটির দিন। তা সত্তে¡ও গতকাল শনিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করেছে। সকাল ৯টা থেকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ভার্চুয়াল আপিল বিভাগে বিভিন্ন মামলার শুনানি হয়েছে। মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোনের নিয়োগ সংক্রান্ত মামলা শুনানির জন্য ছুটির দিন শনিবারে ভার্চুয়াল আপিল বিভাগ বসেছে। সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে বলা হয়,প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে সিভিল আপিল শুনানির জন্য রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভার্চ্যুয়াল-বেঞ্চ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ