পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে আবাসন ব্যবসায়ী আবুল খায়ের হত্যার ঘটনায় মামলা করেছেন তার মেয়ে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো আসামি শনাক্ত করতে পারেনি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভাটারা থানার এসআই হাসান মাসুদ জানান, নিহত আবুল খায়েরের মেয়ে খাদিজা আক্তার স্বর্ণা শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামি শনাক্ত করা হয়নি। এছাড়াও কাউকে গ্রেফতার করা হয়নি। তিনি আরো বলেন, ঘটনাস্থলের আশপাশ থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আসামি শনাক্তের চেষ্টা করা হবে।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে বাসা থেকে ডেকে নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সজীব বিল্ডার্সের মালিক আবুল খায়েরকে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। আবুল খায়ের বসুন্ধরা আবাসিক এলাকায় এফ বøকের ২১ নম্বর সড়কের ৬৯২ নম্বর জালাল গার্ডেনের বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। জমি নিয়ে তার সঙ্গে একটি পক্ষের ঝামেলা চলছিল। ৬ আগস্ট রাতে অজ্ঞাত ব্যক্তিরা তাকে বিষয়টি সমাধানের জন্য বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাতে তিনি বাসায় না ফেরায় স্ত্রী ও স্বজনেরা বিষয়টি ভাটারা থানা পুলিশকে জানায়। কিন্তু রাতে তার সন্ধান মেলেনি। সকালে নিজের একটি নির্মাণাধীন ভবন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।