পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ধানমন্ডি শাখার তিনটি অনুষদে এক বছরের জন্য ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছে ধানমন্ডি থানা ছাত্রলীগ। সম্প্রতি ধানমন্ডি থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এ কমিটির অনুমোদন দিয়েছেন। এদিকে এই কমিটি ঘোষণা পর শিক্ষার্থীদের একটি অংশ আপত্তি তুলেছে কেন ধানমন্ডি ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করবে। কেন্দ্রীয় ছাত্রলীগের নিয়ম অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কমিটি ঘোষণা করবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এই ক্ষেত্রে ছাত্রলীগের গঠনতন্ত্রের নিয়ম লংঘন করেছে ধানমন্ডি থানা ছাত্রলীগ।
নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের সভাপতি শাহ ইকবাল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক রেজাউল করিম আকাশ ও সাংগঠনিক সম্পাদক শিকদার ইমামুল হাসান (প্রকৃতি) করা হয়েছে। ইংরেজি বিভাগের সভাপতি করা হয়েছে মেহরাব রাকিব, সাধারণ সম্পাদক রাফিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রাজিবুল আহসান রানা ও মো: সাইদ আনোয়ার। এ ছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা অনুষদের সভাপতি করা হয়েছে রেদোয়ান আহমেদ ভূইয়া রাব্বি ও সাধারণ সম্পাদক পদে হামীম সরকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।