পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর বাড্ডা বেরাইদ বালু নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন প্রকৌশলী ইউসুফ জামিল তারিকুল (২৪)। পরে গতকাল সকাল ৬টার দিকে ওই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত তারিকুল একটি বেসরকারি টেলিভিশনে আইটি সেকশনে চাকরি করতেন। পরিবারের সঙ্গে বড় বেরাইত ভূঁইয়া পাড়ায় থাকতেন তিনি। তার বাবার নাম আব্দুস সালাম।
বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম জানান, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তারিকুলসহ তিন বন্ধু বাড্ডা এলাকায় নদীতে গোসল করতে নামেন। এ সময় এক পার থেকে সাঁতরে অন্য পারে যাচ্ছিলেন তারা। একপর্যায়ে অন্য দুই জন সাঁতরে তীরে উঠতে পারলেও প্রচন্ড স্রােতের কারণে তারিকুল ডুবে যান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও তারিকুলের সন্ধান পায়নি। পরে গতকাল সকালে নদীতে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।