Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

শ্রুতিমধুর নয় এমন স্কুলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

দেশের যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম শ্রুতিমধুর নয় সেসব স্কুলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য দেশের ভাষা ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে এ ধরনের স্কুলের শোভনীয় নামকরণের প্রস্তাব ৩০ আগস্টের মধ্যে পাঠাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জানা যায়, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় শ্রুতিমধুর নয় এমন স্কুলের নাম নিয়ে হাস্যরস হয়। এমন কয়েকটি স্কুলের মধ্যে- রাঙামাটির জুরাছড়িতে চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাকফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নীলফামারীতে মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নরসিংদীতে কুকুরমারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে গত ফেব্রুয়ারিতে নীলফামারী জেলার সদর উপজেলার মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘মানুষগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামকরণ করা হয়েছিল। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনাপত্রে এই বিদ্যালয়ের নামকরণ পরিবর্তনের উদাহরণ তুলে ধরা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) খালিদ আহমেদের সই করা ওই নির্দেশনাপত্র ৬ আগস্টের তারিখে দেওয়া হয়। এতে বলা হয়, সারা দেশে এমন কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম আছে যা শ্রুতিমধুর নয় এবং ভাষা ও সংস্কৃতির সঙ্গে সুশোভন নয়। এসব নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে হাস্যরসের সৃষ্টি হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রুতিমধুর-নয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ