পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকা থেকে দুই কোটি টাকার হেরোইনসহ আনোয়ারী (৪০) নামের এক মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করেছে র্যাব। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গতকাল র্যাব-৪ এর সিনিয়র এসপি সাগর দিশা জানান, বৃহস্পতিবার রাত ১২ টার দিকে মিল্লাত ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি ৭০৭ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির দুই লাখ ৩৬ হাজার ২৮৫ টাকা এবং মাদকের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানায়, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে এনে পল্লবীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রে করেন। তার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মাদক সংশ্লিষ্ট ৪টি মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও তিনি নিজেকে মাদক সম্রাজ্ঞী হিসেবে দাবি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।