Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাকর্ডের স্বীকৃতি পেল চরকা টেক্সটাইল

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : অগ্নি, বৈদ্যুতিক ও ভবনের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করায় অ্যাকর্ডের স্বীকৃতি পেল চরকা টেক্সটাইল। বাংলাদেশে পোশাক কারখানার কর্মপরিবেশ মূল্যায়ন করছে ইউরোপীয় ক্রেতাদের সমন্বয়ে গঠিত অ্যাকর্ড (দ্য অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি)। চরকা টেক্সটাইল সফলভাবে কারখানার কর্মপরিবেশ উন্নয়নের শর্তসমূহ পূরণ করেছে এবং কারখানাটি তাদের সংস্কারকাজ যথাযথভাবে সম্পন্ন করেছে বলে অ্যাকর্ড প্রদত্ত স্বীকৃতি সনদে উল্লেখ করা হয়। গত ২৮ জুলাই, ২০১৬ এই সনদ প্রদান করা হয়।
উল্লেখ্য, চলতি বছর চরকা টেক্সটাইল উচ্চমানের কর্মপরিবেশের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ স্ট্যান্ডার্ড অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি অ্যাসেসমেন্ট সিরিজ (বিএস ওএইচএসএএস) সনদ অর্জন করে। নরসিংদীতে চরকা টেক্সটাইলের যাত্রা শুরু হয় ২০১৩ সালে।      



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাকর্ডের স্বীকৃতি পেল চরকা টেক্সটাইল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ