Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রায়পুরে ডায়াগনস্টিকসহ ২৪ দোকানকে জরিমানা

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

রায়পুর উপজেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুরে ভ্রাম্যমাণ আদালতে স্কয়ার ডায়াগনস্টিকসহ সড়কের দু’পাশের ছোট-বড় মোট ২৪টি দোকানকে ২ লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন ও থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন এ অভিযান পরিচালনা করেন।
হাসপাতালগুলো হলো- শহরের লাইসেন্স না নিয়ে সেবা প্রদান না করায় রায়পুর ডায়াগনস্টিক হাসপাতালের ৪০ হাজার টাকা এবং সড়কের দু’পাশে অবৈধ ছোট-বড় ২৪টি দোকানে ৫ থেকে ১০ হাজার টাকা করে ১ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম হোসেন জানান, সড়কের দু’পাশে অবৈধ দোকান বসিয়ে ব্যবসা করায় আদালত পরিচালনা করে একটি ডায়াগনস্টিকসহ ২৪টি দোকানকে ২ লাখ ৩ হাজার টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রায়পুরে ডায়াগনস্টিকসহ ২৪ দোকানকে জরিমানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ