পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসের রোগীদের সেবার সঙ্গে যুক্ত না থাকলেও এই রোগে আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিতদের বিশেষ সম্মানীর পরিপত্রের আলোকে কর্মকর্তাদের দেওয়া প্রণোদনার অর্থ ফেরত নেবে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এই কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন ,প্রণোদনা হিসেবে দেওয়া অর্থ ফেরত দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু সুস্পষ্ট অর্ডারের আলোকে এই প্রণোদনা দেওয়া হয়নি এবং এনিয়ে বিতর্ক হচ্ছে, তাই আমরা এগুলো ফেরত নিয়ে নেব। আমরা ইতোমধ্যে বলে দিয়েছি তা ফেরত দিতে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ব্যাংক কর্মকর্তাদের বাইরে অন্যদের প্রণোদনা দেওয়ার বিষয়ে সরকারের কোনো সার্কুলার না থাকলেও কর্মকর্তাদের প্রণোদনা হিসেবে এক থেকে দুই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দিয়েছিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তাদের মতো প্রণোদনা দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনও। পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানান, গতকাল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সচিবের প্রণোদনার অর্থ কীভাবে দেওয়া হয়েছে সে বিষয়ে তার কাছে জানতে চান। এরপর এই প্রণোদনার অর্থ ফেরত নিতে চেয়ারম্যানকে নির্দেশনা দেন সচিব। প্রণোদনার এই অর্থ নিয়ে আপত্তি উঠলে তা ফেরত দিতে হবে, এমন লিখিত প্রতিশ্রুতি নিয়েই ওই টাকা দেওয়া হয়েছিল। পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রণোদনার অর্থ ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিলেও পরমাণু শক্তি কমিশন তাদের কর্মকর্তা-কর্মচারীদের প্রণোদনা হিসেবে যে টাকা দিয়েছে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।