পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নার্সিং ও মেডিক্যাল টেকনোলজিতে ভর্তির সুযোগ দিয়ে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্যারিস্টার শাহাদত আলম এ নোটিশ দেন। শিক্ষা সচিব (কারিগরি ও মাদ্রাসা বিভাগ),স্বাস্থ্য সচিব, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরিচালককে (কারিকুলাম) নোটিশের ‘প্রাপক’ করা হয়েছে। নোটিশে ডিপ্লোমা-ইন-নার্সিং ও মেডিক্যাল টেকনোলজি কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি আগের নিয়মে প্রকাশ করতে বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, গত ১০ ফেব্রুয়ারি কারিগরি শিক্ষা বোর্ড থেকে পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে জানায়, এখন থেকে ডিপ্লোমা-ইন-নার্সিং ও মেডিক্যাল টেকনোলজি কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তি করবে না। বিজ্ঞপ্তিটি চ্যালেঞ্জ করে কয়েকটি প্রতিষ্ঠান হাইকোর্টে রিট করে। উচ্চ আদালত কারিগরি শিক্ষা বোর্ড থেকে পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিটি স্থগিত করেন।
আদালতের আদেশের পরও বিধি বহির্ভূতভাবে গত ২৪ জুলাই কারিগরি শিক্ষা বোর্ড থেকে পত্রিকায় ২০২০-২০২১ সেশনে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু এতে ডিপ্লোমা-ইন-নার্সিং ও মেডিক্যাল টেকনোলজি কোর্সের বিষয়টি উল্লেখ করা হয়নি। নোটিশে ডিপ্লোমা-ইন-নার্সিং ও মেডিক্যাল টেকনোলজি কোর্সের নাম অন্তর্ভুক্ত করে পুনরায় শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।