Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হিলারিকে ভোট দেবেন ট্রাম্প সমর্থক মার্গারেট

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যবসায়ী এবং রিপাবলিকান শীর্ষ দাতা মার্গারেট কাশিং মেগ হুইটম্যান ট্রাম্পের পক্ষ ত্যাগ করেছেন। স্পষ্ট ভাষায় তিনি বলেন, আমি হিলারি ক্লিনটনকেই ভোট দেব। তার পক্ষে অর্থ সহায়তা দেব। উল্লেখ্য, রিপাবলিকান এই নারী মেগ হুইটম্যান নামেই বেশি পরিচিত। তিনি বিশ্বখ্যাত হিউলেট-প্যাকার্ডের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এর আগে পক্ষ ত্যাগের ঘোষণা দিয়ে দল ছেড়ে দেন জেব বুশের শীর্ষ এক নারী উপদেষ্টা স্যালি ব্রাডশ। তিনি তীব্র ভাষায় আক্রমণ করে বক্তব্য রাখেন রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। বিশেষ করে ইরাক যুদ্ধে নিহত মুসলিম সেনাসদস্য ক্যাপ্টেন হুমায়ুন খানের পিতামাতাকে অবমাননা করে ট্রাম্প বক্তব্য রাখায় রিপাবলিকান দলের ভেতরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে দলের শীর্ষ নেতারা যেমন প্রেসিডেন্ট নির্বাচনে এর আগে পরাজিত প্রার্থী জন ম্যাককেইন, প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান, নিউজার্সির গভর্নর ক্রিস ক্রিস্টিসহ অনেকে সমালোচনা করছেন, করেছেন। এর সঙ্গে যোগ হলেন মেগ হুইটম্যান। এবার নির্বাচনের মনোনয়ন লড়াইয়ের প্রাইমারিতে ক্রিস ক্রিস্টির জন্য অর্থ সংগ্রহ করেছিলেন তিনি। দলের ভেতর তার রয়েছে প্রচ- প্রভাব। ফলে তার মতো একজন রিপাবলিকান যখন ডোনাল্ড ট্রাম্পের পক্ষ ত্যাগ করে, দলের স্বার্থ ত্যাগ করে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন করেন তখন ডেমোক্রেটদের আত্মতুষ্টির অনেক কারণই থাকতে পারে। মেগ হুইটম্যান দ্য নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আমাদের জাতীয় যে চরিত্র তাকে খর্ব
করেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিলারিকে ভোট দেবেন ট্রাম্প সমর্থক মার্গারেট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ